ক্রীড়া ডেস্ক
ক্রিস্টিয়ানো রোনালদোর চোখে জল যেন এখন বেশ পরিচিত ছবি। শেষ ষোলোর ম্যাচের পর গত রাতে কেঁদেছেন কোয়ার্টার ফাইনালে। এবারের কান্না শেষ আট থেকে ছিটকে যাওয়ার দুঃখে।
হামবুর্গের ভক্সপার্ক স্টেডিয়ামে ফ্রান্স-পর্তুগাল ম্যাচ ৯০ মিনিটে শেষ হয়েছে গোলশূন্য ড্রয়ে। অতিরিক্ত ৩০ মিনিট সময়েও কোনো দল গোল করতে পারেনি। এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শুটআউটে গোল দিয়ে শুরু করেন রোনালদো। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ গোলে জিতে সেমিফাইনালে পৌঁছে যায় ফ্রান্স। ফ্রান্স ৫ গোলের ৫টিতেই লক্ষ্যভেদ করেছে। তবে হোয়াও ফেলিক্সের গোল মিসেই মূলত সর্বনাশ হয়েছে পর্তুগালের। বিদায়ের পর অঝোরে কাঁদতে থাকেন রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা যেন খুঁজে পাচ্ছিলেন না কোচ রবার্তো মার্তিনেজ। ইউরোর সঙ্গে সঙ্গে আন্তর্জাতিক ফুটবলেও রোনালদো ইতি টেনেছেন কি না—এমন প্রশ্ন সংবাদ সম্মেলনে এসেছে মার্তিনেজের কাছে। পর্তুগালের কোচ বলেন, ‘ম্যাচ শেষে এ ব্যাপারে বলাটা আগেভাগেই হয়ে যায়। ব্যক্তিগতভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
রোনালদোর সঙ্গে দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল খেলছেন পেপে। পর্তুগিজ ডিফেন্ডার হারের পর রোনালদোকে জড়িয়ে ধরে কেঁদেছেন। রোনালদোর ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করা হলে দীর্ঘদিনের সতীর্থ পেপে টিভি স্টেশন ক্যানাল ইলেভেনকে পেপে বলেছেন, ‘আমি এটা সরাসরি বলব না। তবে আমাদের খুব খারাপ লাগছে। অনেকে যা-ই ভেবে থাকুন না কেন, আমাদের অনেক কষ্ট হচ্ছে।’
১ জুলাই স্লোভেনিয়ার বিপক্ষে পেনাল্টিতে গোল মিস করেছিলেন রোনালদো। শেষ পর্যন্ত টাইব্রেকারে ডিয়োগো কস্তার বীরত্বে শেষ ষোলোর বাধা পেরিয়েছিল পর্তুগাল। জয়ের পরও পেনাল্টি মিস নিয়ে অঝোরে কাঁদতে দেখা গেছে রোনালদোকে। সেদিনই পর্তুগিজ ফরোয়ার্ড জানিয়েছিলেন, ইউরোতে এখানেই তাঁর শেষ।
ক্লাব ফুটবলের মতো আন্তর্জাতিক ফুটবলেও রেকর্ড বই তছনছ করে দিয়েছেন রোনালদো। ২০০৩ থেকে ২০২৪—পর্তুগালের জার্সিতে ২১ বছরের ক্যারিয়ারে ২১২ ম্যাচে করেছেন ১৩০ গোল। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাও তিনি। অ্যাসিস্ট করেছেন ৪৭ গোলে।