নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হার দিয়েই এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই শুরু করলো বাংলাদেশ। আজ শনিবার কম্বোডিয়ার কাছে ১-০ গোলে হেরেছে সাইফুল বারী টিটুর শিষ্যরা। পুরো ম্যাচে বাংলাদেশ গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। শেষ পর্যন্ত হারের তিক্ততা নিয়েই মাঠ ছাড়তে হলো অভিষিক্ত বাংলাদেশি বংশোদ্ভূত আরহামকেও।
এদিন ম্যাচের ২৪তম মিনিটেই দশজনের দলে পরিণত হয় কম্বোডিয়া। আরহাম ইসলামকে বাজেভাবে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন কম্বোডিয়ার ফুটবলার বিশাল। প্রতিপক্ষের একজন খেলোয়াড় কমে যাওয়ার পরও জালে বল পাঠাতে পারেনি বাংলাদেশ।
শেষ দিকে সেট পিচ থেকে দারুণ একটা সম্ভাবনা জাগিয়েও ব্যর্থ হয় অতিথিরা। এর আগে রক্ষণের ভুলে গোল হজম করে তারা। ম্যাচের ৮৪তম মিনিটে প্রতিপক্ষের পাল্টা আক্রমণ থামাতে গিয়ে উল্টো গোলমুখে তালগোল পাকায় বাংলাদেশের ডিফেন্ডাররা। সেই সুযোগের সদ্ব্যবহার করে স্বাগতিকেরা। বাংলাদেশি রক্ষণের ফাঁক গলে বল চলে যায় জালে, ম্যাচে পিছিয়ে পড়েন ফয়সাল-অপুরা।
‘বি’ গ্রুপে বাংলাদেশের বাকি তিন প্রতিপক্ষ আফগানিস্তান, ফিলিপাইন, ম্যাকাও। ২৩ অক্টোবর ফিলিপাইনের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।