হোম > খেলা > ফুটবল

বসুন্ধরাকে ‘সুসংবাদ’ দিচ্ছে মোহনবাগানের রক্ষণভাগ

এএফসি কাপে বসুন্ধরা কিংসের শুরুটা হয়েছে দারুণ। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নরা আগামীকাল এটিকে মোহনবাগানের বিপক্ষে জয় পেলে ইন্টার জোনাল সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে এক ধাপ। 

‘ডি’ গ্রুপ থেকে পরের পর্ব নিশ্চিত করতে মোহনবাগানের বিপক্ষে সল্টলেকে  আগামীকালের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বসুন্ধরার জন্য। আগের মৌসুমে এই মোহনবাগানের সঙ্গে ড্র করেই ইন্টার জোনাল সেমিফাইনালে খেলা হয়নি বসুন্ধরার। প্রতিশোধের ম্যাচের আগে প্রতিপক্ষ শিবির থেকে সুসংবাদ পাচ্ছে অস্কার ব্রুজোনের দল। চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি। 

গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বদেশি গোকুলম কেরালার ৪-২ গোলে হেরে কোণঠাসা মোহনবাগান। সেই ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিরি। স্প্যানিশ ডিফেন্ডার উঠে যেতেই রক্ষণে বিশাল ফোকর তৈরি হয়েছিল মোহনবাগানের। সেই ফাঁক গলেই চারবার বল জালে জড়িয়েছে কেরালা। কেরালার মতো সুযোগটাকে কাজে লাগাতে পারলে জয়ের সুযোগ থাকছে বসুন্ধরার সামনেও। 

শুধু তিরিই নন, চোটের কারণে বসুন্ধরার ম্যাচে মাঠে নামতে পারছেন একই দলের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস। প্লে-অফে আবাহনীকে বেশ যন্ত্রণায় ফেলা এই ফুটবলারের না থাকাটা বসুন্ধরার জন্য বড় রকমের স্বস্তির কারণ হতে পারে। চোটে আগেই ছিটকে গেছেন মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘান। 
সব মিলিয়ে মোহনবাগানের দলে এখন চার বিদেশি ফুটবলার। উল্টোপিঠে গতকাল বসুন্ধরার স্কোয়াডে যোগ দিয়েছেন নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার চিনেদু ম্যাথিউ। প্রতিপক্ষের অস্বস্তিকে কাজে লাগাতে পারলেই পরের পর্বের ওঠার লড়াইয়ে এগিয়ে থাকবে বসুন্ধরা। 

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি