হোম > খেলা > ফুটবল

রোনালদোকে এভাবে ব্যঙ্গ করলেন ইয়ামাল

ক্রীড়া ডেস্ক   

গোলের পর লামিনে ইয়ামালের উদযাপন। ছবি: ইনস্টাগ্রাম

একের পর এক রেকর্ড ভেঙে নতুন করে গড়ছেন লামিনে ইয়ামাল। আন্তর্জাতিক ফুটবল হোক বা ক্লাব ফুটবল, রেকর্ড মানেই ইয়ামাল। এল ক্লাসিকোতে গত রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে তিনি ভেঙেছেন ৭৭ বছরের পুরোনো রেকর্ড।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে বার্সেলোনা তখন ২-০ গোলে এগিয়ে। ৭৭ মিনিটে রাফিনিয়ার পাস থেকে বল পেয়ে দারুণ এক শটে গোল করেন ইয়ামাল। গোলটি করার পর বার্নাব্যুতে রোনালদোর বিখ্যাত ‘কালমা’ উদ্‌যাপন করতে দেখা যায় ইয়ামালকে। সাধারণত এই উদ্‌যাপনে এক হাত দিয়ে শান্ত থাকার ইশারায় নিজের উপস্থিতি জানান দিতেন রোনালদো। সামাজিক মাধ্যমে রোনালদোর মতো উদযাপনের ছবি পোস্ট করে ইয়ামাল ক্যাপশন দিয়েছেন, ‘কালমা। আমি এখানে এসে গিয়েছি।’

৭৭ মিনিটে গোল করেই ইয়ামাল এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা বনে গেলেন। স্প্যানিশ ফরোয়ার্ডের বয়স ছিল ১৭ বছর ১০৬ দিন। এর আগে এই কীর্তি গড়েছিলেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড আলফোনসো নাভারো। ১৯৪৭ সালে এল ক্লাসিকোয় নাভারো ১৭ বছর ৩৫৬ দিন বয়সে তাঁর প্রথম গোল করেন।

সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে রিয়ালকে ৪-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এমন অসাধারণ জয়ের পর এখনই লা লিগার শিরোপা জয় নিয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে ইয়ামালের, ‘বার্সা দীর্ঘজীবী হও, এটাই আমি বলতে চাই। চলো এগিয়ে যাই। লা লিগা জিতি। এটার জন্যই আমরা ঝাঁপাব।’ চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মূলে ইয়ামালা খেলেছেন ১৪ ম্যাচ। করেছেন ৬ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৭ গোলে।

২০২৪-২৫ মৌসুমে লা লিগায় পয়েন্ট তালিকায় সবার ওপরে বার্সেলোনা। ১১ ম্যাচে ১০ জয় ও ১ পরাজয়ে ৩০ পয়েন্ট এখন বার্সার। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের পয়েন্ট ২৪। ভিয়ারিয়াল ২১ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা তিন দলই ১১টি করে ম্যাচ খেলেছে লা লিগায়।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন