হোম > খেলা > ফুটবল

অবশেষে বাফুফে থেকে সালাহউদ্দিনের বিদায়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথমবারের মতো বাফুফেতে দেখা মিলল কাজী সালাহউদ্দিনের। আজ শনিবার হুট করেই তিনি হাজির হন দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আঙিনায়।

যেখানে ৫ আগস্টের আগে তাঁর আসা যাওয়া ছিল নিয়মিত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় বসার পর এত দিন নিজ কার্যালয়ে আসেননি বাফুফে সভাপতি।

আসন্ন ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনে নিচ্ছেন না সালাহউদ্দিন। আর সেটা জানাতেই মূলত আজ বাফুফেতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন বলেন, ‘২৬ অক্টোবর নির্বাচনে আমি অংশগ্রহণ করব না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আপনাদের আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলাম।’

২০০৮ সাল থেকে এখন পর্যন্ত টানা ১৬ বছর বাফুফে সভাপতির দায়িত্ব পালন করছেন সালাহউদ্দিন। কিন্তু ব্যর্থ হয়েছেন তাঁর কাছে থাকা প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল ঘটাতে।

ফুটবল ফেডারেশন থেকে সালাহউদ্দিনের পদত্যাগের দাবি উঠেছিল কয়েক বছর আগেই। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর সেটি আরও জোরালো হয়। কিন্তু সালাহউদ্দিন যেন সে দাবিকে পাত্তাই দেননি। উল্টো ৫ম মেয়াদে সভাপতি পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে রাখেন।

তবে সালাহউদ্দিন আজ নিজেই জানালেন, বাফুফে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা। যার অর্থ দাঁড়ায়, বাফুফেতে ১৬ বছরের অধ্যায় শেষ হচ্ছে তাঁর।

সালাহউদ্দিনের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, পারিবারিক চাপের কারণেই মূলত নির্বাচন না করার সিদ্ধান্ত নিয়েছেন দীর্ঘদিন বাফুফের সভাপতি পদে থাকা এই সভাপতি। 

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল