হোম > খেলা > ফুটবল

নেইমারকে অসম্মান করিনি, বলছেন ঘানার উদীয়মান তারকা

নেইমার আমার চেয়ে ভালো নন, শুধু উচ্চমানের একজন ফুটবলার, বলেছেন মোহাম্মেদ কুদুস। ঘানার উদীয়মান এই তারকার কোট ব্যবহার করে গতকাল দ্য গার্ডিয়ান একটি শিরোনাম করে। সংবাদটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে কুদুস ট্রলের শিকার হচ্ছেন।

তবে, এই সংবাদকে অস্বীকার করেছেন কুদুস। ঘানার এই মিডফিল্ডার জানিয়েছেন, তিনি কখনো এমন কথা বলেননি। সংবাদটি প্রকাশের পরেই সামাজিক মাধ্যমে ‘ভুয়া খবর’ বলে নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে পত্রিকাটির উদ্দেশ্য কি তা নিয়েও প্রশ্ন তুলেছেন ২২ বছর বয়সী এই তারকা।

কুদুস লিখেছেন, ‘বড়দের সম্মান করতে শিখিয়েছে আমার পরিবার ও সংস্কৃতি। নেইমার, থিয়াগো সিলভা ও আরও অনেক তারকা আমাদের স্বপ্ন পূরণে প্রেরণা জুগিয়েছে। ব্রাজিলিয়ান তারকাদের মতো আমিও চাই পরের প্রজন্মকে উদ্বুদ্ধ করতে। আসলে গার্ডিয়ান স্পোর্টের উদ্দেশ্য কি? মনোযোগ এখন আগামীকালের (আজ) ম্যাচে। এটা ভুয়া খবর।’

২৩ সেপ্টেম্বর, ব্রাজিল-ঘানার ‘ফ্রেন্ডলি ম্যাচ’য়ের সময় নেইমার সম্পর্কে কুদুস এমন কথা বলেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। পত্রিকাটি প্রতিবেদনে লিখেছে, ‘নেইমার আমার চেয়ে ভালো নন, শুধু উচ্চমানের একজন ফুটবলার। এতটুকু। সে ব্রাজিলের প্রতিনিধিত্ব করে আর আমি ঘানাকে। সে অনেক কিছু জিতেছে বলেই এখন ভালো পর্যায়ে আছে। শিগগির আমিও পৌঁছাব।’

ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন

ফ্রেন্ডলি ম্যাচে ঘানাকে ৩-০ গোলে পরাজিত করেছিল ব্রাজিল। রিচার্লিসনের জোড়া গোলের সঙ্গে মার্কিনিওস একটি গোল করেছিলেন। বিশ্বকাপে আজ নেইমার-কুদুস দুজনেই নিজেদের ম্যাচে খেলতে নামবেন। পর্তুগালে বিপক্ষে রাত ১০টায় নামবে ঘানা। আর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।

বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি