হোম > খেলা > ফুটবল

মাথা ঠান্ডা রেখে খেলার পরামর্শ জাভির

জয়ের ধারাবাহিকতায় কীভাবে ফিরতে হয়, সেটা বার্সেলোনার ভালোই জানা। লা লিগায় গতকাল অ্যাথলেটিক বিলবাওকে ১-০ গোলে হারিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা তিন ম্যাচ জিতেছে কাতালানরা। তবু এই ম্যাচ থেকে ভুল খুঁজে বের করলেন কোচ জাভি হার্নান্দেজ। শিষ্যদের শান্ত হয়ে খেলার পরামর্শ দিলেন জাভি। 

স্যান মিমিস স্টেডিয়ামে গতকাল বিলবাওয়ের বিপক্ষে অবশ্য দাপট দেখিয়ে খেলেছে বার্সেলোনা। বার্সা বলের দখল রেখেছিল ৭২ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর দুটি শট করে বার্সা যেখানে প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন রাফিনহা। তবে বার্সার লক্ষ্য বরাবর বিলবাও শট করেছিল পাঁচটি, যার মধ্যে ইনাকি উইলিয়ামসের গোলে সমতায় ফিরেছিল বিলবাও। যদিও পরে গোলটি বাতিল হয়ে যায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) কারণে। তাছাড়া প্রতিপক্ষের বেশ কিছু আক্রমণ প্রতিহত করেছেন বার্সা গোলরক্ষক। এমনকি রবার্ট লেভানডফস্কি, আনসু ফাতিরা গোল করার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি। 

ম্যাচ শেষে জাভি জানিয়েছেন, ভুলের পুনরাবৃত্তি থেকে বার্সেলোনাকে বেরিয়ে আসতে হবে। বার্সা কোচ বলেন, ‘আমাদের আরও ধৈর্য ধরতে হবে। আরও শান্ত হয়ে খেলতে হবে। অন্যান্য ম্যাচের মতো একই সমস্যা এই ম্যাচে হয়েছে। যদি দ্বিতীয় গোল করতে পারতাম, তাহলে ভিন্ন কিছু হতে পারত।’

এখন পর্যন্ত লা লিগায় ২৫ ম্যাচে ২১ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৫৬।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি