হোম > খেলা > ফুটবল

ব্যর্থ ম্যানইউতেই থাকতে চান রোনালদো

ক্রীড়া ডেস্ক

মৌসুমটা একেবারেই ভালো যায়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। প্রতিটি প্রতিযোগিতা শেষ হয়েছে ব্যর্থতায়। এমনকি লিগ টেবিলে সেরা চারে না থাকায় আগামী মৌসুমে খেলা হবে না চ্যাম্পিয়নস লিগেও। 

এমন পরিস্থিতিতে দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব ছাড়ার গুঞ্জনও শোনা যাচ্ছিল। ম্যানইউতে থাকলে চ্যাম্পিয়নস লিগের সবচেয়ে সফল খেলোয়াড়টিকে আগামী মৌসুমে দর্শক হয়েই থাকতে হবে। তবে চ্যাম্পিয়নস লিগে খেলার সুযোগ না হলেও যদি কোচ এরিক টেন হাগ চান তবে ম্যানইউতেই থেকে যেতে চান রোনালদো। সতীর্থদের নাকি এমনটাই বলেছেন তিনি। 

ম্যানইউর ভেতরের এক সূত্রের বরাত দিয়ে সান স্পোর্টস জানায়, ‘যেভাবে মৌসুমটা এগিয়েছে, তাতে রোনালদোর চেয়ে বেশি আর কেউ হতাশ নন। তবে তিনি এভাবে হাল ছেড়ে দিয়ে ক্লাব ছাড়তে চান না। তিনি ক্লাবকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে ফিরিয়ে আনার ব্যাপারে এবং শিরোপা জয়ের ক্ষেত্রে সহায়তা করতে চান।’ 

তবে দায়িত্ব নেওয়ার অপেক্ষায় থাকা টেন হাগের সবুজ সংকেত পেলেই কেবল ম্যানইউতে থাকবেন রোনালদো। সূত্রটি আরও বলে, ‘তিনি সতীর্থদের বলেছেন, যদি কোচ ভিন্ন পথে যেতে চায়, তবে কোনো কষ্ট না পুষেই ক্লাব ছাড়বেন রোনালদো। পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে ফিরে আসা নিয়েও তাঁর কোনো হতাশা নেই।’ 

ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারের সঙ্গে নেইমারের তর্কযুদ্ধ

বছরের প্রথম ম্যাচে মেসিদের রুদ্ধশ্বাস জয়

স্পেনের লিগে ফের বর্ণবাদ-বিতর্ক, এবার শিকার বার্সেলোনা

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

সেকশন