হোম > খেলা > ফুটবল

মেসিকে বরণ করে নেওয়ার সময় জানাল মিয়ামি

ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তির ঘোষণা অনেক আগে দিয়েছেন লিওনেল মেসি। কিন্তু দুই পক্ষের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি এখনো হয়নি। তবে জানা গিয়েছিল ২১ জুলাই মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবের হয়ে অভিষেক হবে আর্জেন্টাইন অধিনায়কের।

গতকাল সমর্থকদের নতুন এক সুসংবাদ জানিয়েছে মিয়ামি। মেসিকে বরণ বা পরিচয় করে দেওয়ার তারিখ জানিয়েছে ক্লাব। আগামী ১৬ জুলাই মিয়ামি নিজেদের মাঠে ‘মেজর আনভেইলিং ইভেন্ট’ নামের এক আয়োজন করেছে। সেদিনই সাতবারের ব্যালন ডি অরজয়ীকে সমর্থকদের সামনে উপস্থিত করাবে মিয়ামি।

তবে শুধু মেসিই নন, তাঁর সাবেক বার্সেলোনা সতীর্থ সার্জিও বুসকেতস ও জর্ডি আলাবাকেও পরিচয় করিয়ে দেবে মিয়ামি। যদিও এখন পর্যন্ত আলাবার সঙ্গে চুক্তি হয়নি মিয়ামির। সঙ্গে থাকছেন বার্সেলোনায় তাঁদের গুরু হিসেবে কাজ করা আর্জেন্টাইন কোচ টাটা মার্তিনেজও। পরিচয় পর্বের দিন বিনোদন, মাঠে বক্তব্যে দেওয়ার ব্যবস্থার সঙ্গে আরও কিছু অনুষ্ঠান সূচি রেখেছে ক্লাব। সবাইকে পরিচয় করি দেওয়ার তারিখ ঘোষণা করলেও মেসির চুক্তির বিষয়ে এখনো কিছু জানায়নি তারা।

মেসির চুক্তির বিষয় মিয়ামি কিছু না জানালেও ২১ তারিখের আগেই যে দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে তা নিশ্চিত। কারণ এই তারিখে লিগ কাপে অভিষেক হবে মেসির। ক্রুজ আজুলের বিপক্ষে লিগ কাপের ম্যাচটি ডিভিআর পিএনকে স্টেডিয়ামে হবে।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি