হোম > খেলা > ফুটবল

জার্সি বিক্রিতে মেসিকে ছাড়িয়ে গেলেন রোনালদো

এক যুগ পর ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ইতিহাসের সেরা ফুটবলারকে ফিরে পাওয়া ম্যানইউ সমর্থকদের জন্য অন্য রকম আনন্দের। সেই আনন্দ প্রকাশের ধারায় ভাঙছে একের পর এক রেকর্ড। 

ইনস্টাগ্রাম অনুসারীর নতুন রেকর্ড গড়ার পর এবার জার্সি বিক্রিতেও রেকর্ড গড়লেন রোনালদো। চার ঘণ্টারও কম সময়ে দৈনিক জার্সি বিক্রির রেকর্ড ভেঙেছেন সিআরসেভেন। ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকেও। 

ম্যানইউতে যোগ দেওয়ার পর সবার চোখ ছিল ৭ নম্বর জার্সির দিকে। গত মৌসুমে এডিনসন কাভানি এই জার্সি পরে খেলেছিলেন। তবে ক্লাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, রোনালদোই পাচ্ছেন বিখ্যাত ৭ নম্বর জার্সিটি। রোনালদো নিজেও নিশ্চিত করেছেন তাঁর আইকোনিক জার্সি পাওয়ার বিষয়টি। 

এরপরই বিদ্যুৎ গতিতে বাড়তে থাকে রোনালদোর ৭ নম্বর জার্সি বিক্রি। এক পর্যায়ে তা দৈনিক বিক্রির রেকর্ডও ভেঙে দেয়। জার্সি বিক্রিতে নতুন রেকর্ড হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ম্যানইউ কর্তৃপক্ষও। 

ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, রোনালদো ৭ নম্বর জার্সি পরবে এটি নিশ্চিত হওয়ার পর থেকেই বিক্রিতে ধুম লাগে। অনলাইনে ভক্তরা জার্সির অর্ডার দিতে শুরু করেন। যা উত্তর আমেরিকার বাইরে কোনো নির্দিষ্ট ক্রীড়া সামগ্রী মার্চেন্ডাইজ সাইটের এক দিনের বিক্রিতেও নতুন রেকর্ড গড়েছে। 

ম্যানইউয়ের অফিশিয়াল রিটেইল পার্টনার ফ্যানাটিকসও জার্সি বিক্রিতে নতুন রেকর্ড ছোঁয়ার বিষয়টি নিশ্চিত করেছে। 

শুধু তাই নয়, ২৪ ঘণ্টায় জার্সি বিক্রিতে রোনালদো ছাড়িয়ে গেছেন লিওনেল মেসিকেও। অনলাইনের পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে ক্লাবের দোকানেও ভক্তরা রোনালদোর জার্সি কিনতে ভিড় জমিয়েছেন। 

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল