হোম > খেলা > ফুটবল

পাঁচ বছর পর সেমিতে ওঠার হাতছানি বার্সার

ক্রীড়া ডেস্ক

কোন মৌসুমে সবশেষ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল খেলেছিল বার্সেলোনা? এত বড় একটা দল, তবু এই প্রশ্নের উত্তরে স্মৃতি হাতড়ে ফিরতে হবে। আগের দুই মৌসুমে তো গ্রুপ পর্বেই বিদায়, তারও আগের বছর শেষ ষোলোয়। তবে আজ ঘরের মাঠে জিতলে মাঝের ভুলে যাওয়ার মতো সময় পেছনে ফেলে পাঁচ বছর পর সেমিফাইনালে খেলবে বার্সেলোনা।

শেষ আটের দ্বিতীয় লেগে আজ তাদের প্রতিপক্ষ পিএসজি। প্যারিসের এই দল এবং দলটির কোচ লুইস এনরিকের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে ২০১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় বার্সেলোনার প্রত্যাবর্তনের অসাধারণ গল্প। সেবার প্রথম লেগে পিএসজির মাঠে ৪-০ গোলে হেরে গিয়েছিল কাতালান দলটি। এমন বড় হারের পর সবাই দ্বিতীয় লেগের ম্যাচটিকে নিছক আনুষ্ঠানিকতা হিসেবেই ভাবতে শুরু করেছিলেন। কিন্তু লুইস এনরিকের বার্সেলোনা ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় লেগ জিতেছিল ৬-১ গোলে!

সেই এনরিকে এবার পিএসজির ডাগআউটে। কোয়ার্টার ফাইনালের প্রথম ২-৩ গোলে হারের পর সেমিফাইনালে যেতে হলে আজ দ্বিতীয় লেগে সাত বছর আগের প্রত্যাবর্তনের গল্পই লিখতে হবে এনরিকের দলকে। কিন্তু সেটা কি সম্ভব! পিএসজিতে মেসি নেই; নেই নেইমারও। আছেন শুধু এমবাপ্পে। একা তিনি আর কীই-বা করবেন! তবু লুইস এনরিকের বিশ্বাস, ‘সন্দেহ নেই, ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে আমাদের; আমরা সেটাই করব এবং সেটা করাই লক্ষ্য আমাদের।’

এমবাপ্পের মনও পিএসজি থেকে উঠে গেছে। মৌসুম শেষ হলেই তিনি ঠিকানা বদলাবেন। নিজের পিএসজি ছেড়ে যাওয়ার কথা ক্লাব কর্তৃপক্ষকে জানানোর পর সাত ম্যাচের মাত্র একটিতেই পুরো ৯০ মিনিটে খেলানো হয়েছে তাঁকে। তবু বার্সাকে যদি মরণকামড় দিতে চায় পিএসজি, সে ক্ষেত্রে এমবাপ্পেই বড় ভরসা।

আর বার্সার ভরসা কিন্তু তরুণেরা। দলের তরুণেরাই প্রথম লেগে জিতিয়েছেন বার্সেলোনাকে; গত এক দশকে ৩-২ গোলের যে জয়টিকে বলা হচ্ছে প্রতিপক্ষের মাঠে দলটির সেরা জয়। যে জয়ে উজ্জীবিত ভূমিকা রেখেছিলেন দুই টিনেজার—১৬ বছর বয়সী লামিনে ইয়ামাল ও ১৭ বছর বয়সী পাও কুবার্সি। গত কয়েক মাসে বিচ্ছিন্নভাবে দুজনকে প্রশংসায় ভাসিয়েছেন কোচ জাভি হার্নান্দেজ। তবে আজ পিএসজিকে হারিয়ে পাঁচ বছর পর বার্সাকে যদি সেমিফাইনালে তুলে দিতে পারেন ইয়ামাল-কুবার্সি, তাহলে তাঁদের নিয়ে বড় স্বপ্ন দেখা শুরু হবে বার্সার সমর্থকদেরও। গ্যালারির সমর্থন আর চেনা মাঠে সুবিধা নিয়ে কি ইয়ামাল-কুবার্সি সেমিফাইনালে তুলে দিতে পারবেন দলকে?

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন