হোম > খেলা > ফুটবল

৪ গোল করে পালমার পাল্লা দিচ্ছেন হালান্ডের সঙ্গে 

ক্রীড়া ডেস্ক

আর্লিং হালান্ডের বিধ্বংসী রূপ দেখা যাচ্ছে গত দুই মৌসুম ধরেই। ম্যানচেস্টার সিটিতে আসার পর গোলের বন্যা বইয়ে দিচ্ছেন তিনি। রেকর্ডের পর রেকর্ড ভাঙার কারণে এরই মধ্যে ‘বিস্ট’, ‘জায়ান্ট’ তকমা পেয়ে গেছেন। গোলমেশিন হালান্ডের সঙ্গে পাল্লা দিচ্ছেন কোল পালমার। 

ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গত ৪ এপ্রিল পালমারের হ্যাটট্রিকে রোমাঞ্চকর এক জয় পায় চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের সেই ম্যাচে রেকর্ড বইয়ের পাতা ওলট-পালট করে দেন। একই মাঠে ১৫ দিন না যেতেই গোলের বন্যা বইয়ে দিলেন পালমার। এভারটনের বিপক্ষে গত রাতে করলেন ৪ গোল। ২০২৩-২৪ প্রিমিয়ার লিগে পালমারের গোলের সংখ্যা এখন ২০। এবারের গোল্ডেন বুটের লড়াইয়ে হালান্ডের পাশে বসলেন পালমার। সিটির জার্সিতে হালান্ড চলতি মৌসুমে এরই মধ্যে করেছেন ২০ গোল। 

পালমারের গোলবন্যার রাতে এভারটনকে নিয়ে ছেলেখেলা করেছে চেলসি। ৬-০ গোলের জয় পেয়েছে চেলসি। ১৩ মিনিটে পালমারের বাঁ পায়ের শটেই ব্লুজরা পায় প্রথম গোল। গোলটি করতে তাঁকে (পালমার) অ্যাসিস্ট করেন নিকোলাস জ্যাকসন। চেলসির গোলের সূচনা করা পালমার হ্যাটট্রিক পেয়ে যান ৩০ মিনিটের মধ্যেই। ১৮ মিনিটে হেডে করেন দ্বিতীয় গোল। ডান পায়ের শটে ২৯ মিনিটে পূর্ণ করেন হ্যাটট্রিক। প্রথমার্ধে হ্যাটট্রিক পূর্ণ করা পালমার চতুর্থ গোল করেন ৬৪ মিনিটে। পেনাল্টি থেকে করা গোলটিতেই চেলসির ২১ বছর বয়সী ফুটবলার ছুঁয়ে ফেলেন হালান্ডকে। হালান্ডের রেকর্ডে ভাগ বসানোর রাতে চেলসির বাকি ২ গোল করেন জ্যাকসন ও আলফি গিলক্রিস্ট। জ্যাকসন গোল করেন ৪৪ মিনিটে। ৯০ মিনিটে গিলক্রিস্ট করেন ব্লুজদের ষষ্ঠ গোল। 

হালান্ড, পালমার গোল্ডেন বুটের লড়াইয়ে শীর্ষে রয়েছেন ঠিকই। তবে দলীয় পারফরম্যান্সের দৃষ্টিকোণ থেকে দুজন একই সমান্তরালে চলতে পারছেন না। ৩১ ম্যাচে ১৩ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে চেলসির পয়েন্ট এখন ৪৭। পয়েন্ট তালিকায় ব্লুজরা ৯ নম্বরে। হালান্ডের ম্যানচেস্টার সিটি পয়েন্ট টেবিলের শীর্ষে। ৩২ ম্যাচে সিটিজেনদের পয়েন্ট ৭৩। ৭১ পয়েন্ট নিয়ে আর্সেনাল, লিভারপুল দল দুটি সিটির ঘাড়ে নিশ্বাস ফেলছে। পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলই খেলেছে ৩২ ম্যাচ। লিভারপুল, আর্সেনাল দল দুটির পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে দুইয়ে আর্সেনাল, যেখানে লিভারপুলের জার্সিতে মোহামেদ সালাহ ১৭ গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে টক্কর দিচ্ছেন হালান্ডদের সঙ্গে। 

২০২৩-২৪ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ছয় গোলদাতা
                                    গোল          ক্লাব
আর্লিং হালান্ড                    ২০      ম্যানচেস্টার সিটি
কোল পালমার                    ২০           চেলসি 
ওলি ওয়াটকিনস                 ১৯          অ্যাস্টন ভিলা
আলেকজান্ডার ইসাক            ১৭          নিউক্যাসল 
ডোমিনিক সোলাঙ্কি             ১৭           বোর্নমাউথ
মোহামেদ সালাহ               ১৭            লিভারপুল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

‘মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করাটা বোকামি’

সেকশন