হোম > খেলা > ফুটবল

স্পার্সকে হারানো ভিলার প্রশংসায় মার্তিনেজদের কোচ

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম ও অ্যাস্টন ভিলা দল দুটির মধ্যে রয়েছে বিস্তর ফারাক। পয়েন্ট, পয়েন্ট তালিকায় অবস্থানের দিক থেকে টটেনহাম এগিয়ে রয়েছে অনেক ব্যবধানে। হটস্পার স্টেডিয়ামে টটেনহামকে গতকাল ২-০ গোলে হারিয়েছে ভিলা। স্পার্সকে হারানোয় প্রশংসা করেছেন ভিলার কোচ উনাই এমেরি। 

টটেনহামের বিপক্ষে গতকাল অ্যাস্টন ভিলার একাদশে ছিলেন না এমিলিয়ানো মার্তিনেজ। এমনকি বদলি হিসেবেও খেলানো হয়নি গোল্ডেন গ্লাভসজয়ী এই গোলরক্ষককে। তারপরও একটা গোলও হজম করেনি ভিলা। ৬০ শতাংশ বল দখলে রেখেও টটেনহাম থেকে গেছে পরাজিত দলে। স্পার্সকে ২-০ গোলে হারানোর ম্যাচে গোল করেন ডগলাস লুইজ ও এমিলিয়ানো বুন্দিয়া। ভিলার প্রশংসা করে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমেরি বলেন, ‘আমরা খুব খুশি।

বেশ প্রতিযোগিতা করেছি। স্পার্স আমাদের ওপর বারবার আক্রমণ করছিল এবং আমাদের অ্যাটাকিং থার্ডের একটা অপশন ছিল। আমাদের আত্মবিশ্বাস বাড়াতে দারুণ অবদান রেখেছে। তিন পয়েন্ট যোগ করতে পেরে ভালো লাগছে।’

এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ১৭টি করে ম্যাচ খেলেছে টটেনহাম ও অ্যাস্টন ভিলা। ৯ জয়, ৩ ড্র ও ৫ পরাজয়ে ৩০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে আছে স্পার্স। আর ৬ জয়, ৩ ড্র ও ৮ পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে ভিলা। 

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন