হোম > খেলা > ফুটবল

বাংলাদেশকে বিজয় দিবসের শুভেচ্ছা রোনালদোর ক্লাবের

ক্রিস্টিয়ানো রোনালদোর বয়স ৩৯ হতে বাকি আর কয়েক মাস। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে করছেন একের পর এক রেকর্ড। দুর্দান্ত পারফরম্যান্সে মন জয় করেছেন কোটি কোটি ভক্ত-সমর্থকের। রোনালদো যে ক্লাবেই যান না কেন, তাঁর ম্যাচ দেখতে অধীর আগ্রহে বসে থাকেন বিশ্বের নানা প্রান্তের ভক্ত-সমর্থকেরা। 

রোনালদো নামের ‘ওজনটাও’ যেন গত ১১ মাসে ভালোই বুঝতে পেরেছে আল-নাসর। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের কোনো রেকর্ড, স্মরণীয় মুহূর্ত—সবই সামাজিক মাধ্যমে দ্রুত পোস্ট করে দেয় আল-নাসর। এমনকি বিভিন্ন দেশের জাতীয় দিবসগুলোতেও শুভেচ্ছা জানাতে ভুল করে না সৌদি ক্লাবটি। দেরিতে হলেও গতকাল বাংলাদেশের ৫২তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছে আল-নাসর। বাংলাদেশ সময় গতকাল রাত ৯টা ৫৮ মিনিটে এক পোস্টে সৌদি ক্লাবটি লিখেছে, ‘বাংলাদেশের সব বন্ধুকে বিজয় দিবসের শুভেচ্ছা।’ সঙ্গে ক্লাবটি জুড়ে দিয়েছে বাংলাদেশের পতাকা। যে কার্ড আল-নাসর পোস্ট করেছে, সেখানে রয়েছে বাংলাদেশের পতাকা, জাতীয় স্মৃতিসৌধসহ আরও অনেক কিছু। কার্ডে ইংরেজিতে লিখেছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশ। এরপর বাংলায় লিখেছে শুভ বিজয় দিবস। 

আল-নাসরে আসার পর রোনালদো প্রথমে খেই হারিয়ে ফেলেছিলেন ঠিকই। ধীরে ধীরে তিনি মানিয়ে নিয়েছেন। গত আগস্টে প্রথমবারের মতো আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছে আল-নাসর। রোনালদো সেই টুর্নামেন্টে করেন ৬ গোল। সৌদি প্রো লিগে বর্তমানে তারা আছে পয়েন্ট তালিকার দুইয়ে। 

গত ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসেও শুভেচ্ছা জানিয়েছিল আল-নাসর। বাংলাদেশের পতাকার ছবি দিয়ে আল-নাসর তাদের ফেসবুক পেজে লিখেছিল, ‘বাংলাদেশের সবাইকে শুভেচ্ছা। শুভ স্বাধীনতা দিবস বাংলাদেশ।’ আল-নাসরের শুভেচ্ছা বার্তার প্রশংসা করছেন নেটিজেনরা। বাংলাদেশের পক্ষ থেকেও সৌদি ক্লাবটিকে অনেকে ধন্যবাদও জানিয়েছিলেন।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি