হোম > খেলা > ফুটবল

ইউরোপা লিগ নিয়ে চিন্তিত জাভি 

জাভি হার্নান্দেজ যেন ভবিষ্যৎ নিয়েই ভাবতে পছন্দ করেন। গতকাল লা-লিগার ম্যাচ জিতলেও জাভির চিন্তা এই সপ্তাহের শেষের দিকে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ নিয়ে। কারণ, ইউরোপা লিগে ইউনাইটেডের বিপক্ষেই যে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বার্সা।

ক্যাম্প ন্যুতে গতকাল লা-লিগায় বার্সেলোনার প্রতিপক্ষ ছিল কাদিজ। কাদিজকে ২-০ গোলে হারিয়েছে বার্সা। কাতালানদের গোল দুটি করেছেন সার্জি রবার্তো ও রবার্ট লেভানডফস্কি। যেখানে লেভানডফস্কি ১৫ গোল করে লা-লিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা। তবে জাভির দুশ্চিন্তা খেলোয়াড়দের চোট ও ক্লান্তি নিয়ে। লেভানডফস্কিকে ৭৪ মিনিটের সময় তুলে নিয়েছেন। সঙ্গে পেদ্রির চোট তো রয়েছেই। আর বৃহস্পতিবার ওল্ড ট্রাফোর্ডে ইউরোপা লিগের দ্বিতীয় লেগে ইউনাইটেডের বিপক্ষে খেলবে কাতালানরা। ইউরোপা লিগের ম্যাচের কথা ভেবে গতকাল বার্সা কোচ বলেন, ‘ফ্রেঙ্কি ডি ইয়ং ও রবার্ট লেভানডফস্কি অনেকক্ষণ খেলেছে। তাই তাদের আমি উঠিয়ে নিয়েছি। তাছাড়া এর আগে পেদ্রি চোটে পড়েছে। আমরা আর বেশি চোট নিয়ে এগোতে চাই না। আগামীকাল থেকে আমরা বৃহস্পতিবারের ম্যাচের প্রস্তুতি নিচ্ছি।’ 

গত বৃহস্পতিবার ক্যাম্প ন্যুতে ইউরোপা লিগের প্রথম লেগে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা-ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগের ম্যাচ ড্র হয়েছিল ২-২ গোলে। তাছাড়া দুটো দলই যার যার লিগে আছে দারুণ ছন্দে। ইংলিশ প্রিমিয়ার লিগে ২৪ ম্যাচে ১৫ জয়, ৪ ড্র ও ৫ পরাজয়ে ৪৯ পয়েন্ট নিয়ে ম্যানইউ আছে তিন নম্বরে। আর লা লিগায় ২২ ম্যাচে ১৯ জয়, ২ ড্র ও ১ পরাজয়ে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি