হোম > খেলা > ফুটবল

৫৮ বছরের অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের

অবশেষে দীর্ঘ অপেক্ষা ফুরাল ওয়েস্ট হামের। দীর্ঘ ৫৮ বছর পর উয়েফা আয়োজিত কোনো মেজর টুর্নামেন্টে আবার চ্যাম্পিয়নের স্বাদ পেল ইংলিশ ক্লাব। অথচ, এ সময় দুনিয়ার কতশতই না পরিবর্তন হয়েছে। শুধু ভাগ্য বদলায়নি ক্লাবটির।

এবার কনফারেন্স লিগ ওয়েস্ট হামের দিকে মুখ চেয়েছে। তাদের মুখে বিজয়ের হাসি ফুটিয়েছে। ফিওরেন্টিনাকে শেষ মুহূর্তের গোলে হারিয়ে বিজয় উল্লাসে মেতেছেন ক্লাবের খেলোয়াড়েরা। সর্বশেষ ১৯৬৫ সালে উয়েফা কাপ উইনারস কাপ জিতেছিল তারা। এরপর ইউরোপিয়ান আর কোনো ট্রফি জিততে পারেনি ইংলিশ ক্লাব।

ফরটুনা স্টেডিয়ামে গতকাল সব দিক থেকে পিছিয়ে থাকলেও মূল জায়গায় ঠিকই এগিয়ে যায় ওয়েস্ট হাম। গোলের খেলায় গোলটাই মুখ্য যে। ২-১ গোলের জয়টা তাদের বল পজিশন, গোলমুখে শট সবকিছু ভুলিয়ে দিয়েছে। প্রথমার্ধ গোলশূন্য ড্রয়ে শেষ হয়।

বিরতির পর পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হাম। ৬২ মিনিটে সফল স্পটকিক নেন সাঈদ বেনরাহমা। কিন্তু লিডটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না তারা। ৪ মিনিট পরেই সমতায় ফেরে ফিওরেন্টিনা। ৬৭ মিনিটে গোলটি করেন মিডফিল্ডার গিয়াকোমো বোনাভেন্তুরা।

এরপর ম্যাচ যখন অতিরিক্ত সময়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই উল্লাসে মাতেন ওয়েস্ট হামের খেলোয়াড়েরা। ৯০ মিনিটে লুকাস পাকেতার সহায়তায় দলকে স্মরণীয় মুহূর্ত এনে দেন জারড বোয়েন। এই ফরোয়ার্ডের গোলেই দীর্ঘ শিরোপাখরা ঘুচে যায় ওয়েস্ট হামের।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি