Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

শীর্ষস্থান থেকে আর্জেন্টিনাকে সরানোই যাচ্ছে না

ক্রীড়া ডেস্ক    

শীর্ষস্থান থেকে আর্জেন্টিনাকে সরানোই যাচ্ছে না
টানা দুই বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ছবি: এএফপি

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে আর্জেন্টিনাকে সরানো এখন অনেক কঠিন কাজ হয়ে গেছে। বিশ্ব ফুটবলে তাদের যে দাপট চলছে, তাতে এমনটা হওয়াটাই যে স্বাভাবিক। দেড় বছরেরও বেশি সময় ধরে তারা ফুটবল র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে অবস্থান করছে।

২১ দিন পর দলগুলোর অবস্থান নিয়ে আজ র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে ফিফা। যথারীতি র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে অবস্থান করছে আর্জেন্টিনা। লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজদের নিয়ে গড়া দলটির রেটিং পয়েন্ট ১৮৬৭.২৫। নতুন হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে ১১৩ পর্যন্ত অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। ১৮৫৯.৭৮ ও ১৮৫৩.২৭ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতো দুই ও তিনে অবস্থান করছে ফ্রান্স ও স্পেন। চার থেকে দশে আছে ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, ইতালি ও জার্মানি।

দুই ধাপ এগিয়ে ১১৪ নম্বরে উঠে এসেছে ভিয়েতনাম। রেটিং পয়েন্ট ১১৬১.১১ থেকে বেড়ে হয়েছে ১১৬৪.৭৯। বাংলাদেশ আগের মতো ১৮৫ নম্বরে অবস্থান করছে। হাভিয়ের কাবরেরোর দলের রেটিং পয়েন্ট আগের মতোই ৮৯৮.৮১।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসাইলে ধ্রুপদী ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। বিশ্বকাপ জয়ের পর ফিফা র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে দুইয়ে উঠেছিল আর্জেন্টিনা। চার মাস পর আলবিসেলেস্তেরা পায় সুখবর। ২০২৩ সালের ৬ এপ্রিল ব্রাজিলকে হটিয়ে ফুটবলের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে আর্জেন্টিনা।

২০২৩ সালের এপ্রিল থেকে ২০ মাস ধরে আর্জেন্টিনা ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বর স্থানটা ধরে রেখেছে। আর্জেন্টিনা এরপর এ বছরের ১৫ জুলাই জেতে কোপা আমেরিকা। টানা দু্ইবার চ্যাম্পিয়ন হয়ে সর্বোচ্চ ১৬ বার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট জয়ের কীর্তি গড়ে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বেও শীর্ষে আর্জেন্টিনা। ১২ ম্যাচ ৮ জয়, ৩ পরাজয় ও ১ ড্রয়ে আলবিসেলেস্তেদের পয়েন্ট ২৫।

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে

রিয়ালের ‘ব্ল্যাংক চেক’ প্রস্তাব, টাকার অঙ্ক বসাননি নেইমার

ইতিহাস গড়তে নামছে আফগানিস্তান, খেলা দেখবেন কোথায়

আরব আমিরাতের বিপক্ষে কোথায় পিছিয়ে বাংলাদেশ, জানেন অধিনায়ক

ফুটবলারের মৃত্যু কামনা করে স্লোগান, কী বললেন রিয়াল কোচ

হার দিয়ে বাটলারের নতুন বাংলাদেশের শুরু