হোম > খেলা > ফুটবল

জার্মানদের হতাশ করে সেমিফাইনালে স্পেন

ম্যাচ শেষের কয়েক মিনিট বাকি। ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে স্পেনের বিপক্ষে গোল পরিশোধের জন্য তখন মরিয়া জার্মানরা। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে থাকায় ম্যাচের নির্ধারিত সময় পার হলেই জিতে যাবে স্পেন। তাদের খেলোয়াড়েরাও অনেকটা নিচে নেমে এসেছেন। সেই সুযোগেই একের পর এক আক্রমণ জার্মানির। তেমনই একটা আক্রমণ থেকে জার্মানদের ম্যাচে ফেরালেন ফ্লোরিয়ান বির্টজ। ম্যাচের আয়ু তখন ৮৯ মিনিট। 

বির্টজের বয়স মাত্র ২১। পরিসংখ্যান দেখাচ্ছে, ইউরো চ্যাম্পিয়নশিপের নকআউট পর্বে তিনিই জার্মানির সর্বকনিষ্ঠ গোলদাতা। তাঁর এই উল্লাসে ফেটে পড়েন স্টুর্টগার্ট অ্যারেনায় উপস্থিত জার্মান দর্শকেরা। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। তবে শেষরক্ষা হয়নি জার্মানির। 

বাড়তি সময়ের শেষ দিকে, ১১৯ মিনিটে গোল করে স্পেনকে সেমিফাইনালে তোলেন মিকেল মেরিনো। কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় জার্মানির। 

২০১৬ সালের পর কি বিশ্বকাপ, কি ইউরো—কোনো টুর্নামেন্টেরই সেমিফাইনালে উঠতে পারেনি জার্মানি। সবশেষ ২০১৬ সালে ইউরোর সেমিফাইনালে দলটি এবারের ইউরোর স্বাগতিক হওয়ায় ভালো কিছুর আশায় বুক বেঁধেছিলেন জার্মানরা। কিন্তু তাঁদের সেই আশা গুঁড়িয়ে দিয়েছে স্পেন। গতকাল কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে জিতে ১৯৮৮ সালের পর জার্মানির কাছে না হারার ধারা ধরে রাখল স্পেন।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন