Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

১৩ হাজার কোটি টাকা আয় করে রেকর্ড করল রিয়াল

ক্রীড়া ডেস্ক

১৩ হাজার কোটি টাকা আয় করে রেকর্ড করল রিয়াল

একের পর এক শিরোপা জয়ে ‘রয়্যাল মাদ্রিদ’ উপাধি আগেই পেয়েছে রিয়াল মাদ্রিদ। মাঠের ফুটবলে রেকর্ডের পর আর্থিক দিক থেকেও রেকর্ড করেছে স্প্যানিশ ক্লাবটি। ২০২৩-২৪ অর্থবছরে ১৩ হাজার কোটিরও বেশি টাকা আয় করেছে রিয়াল।

রিয়াল পরশু রাতে নিজেদের ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরের হিসেব দেখিয়েছে। তাতে দেখা গেল, সবশেষ অর্থবছরে ক্লাবটি রাজস্ব আয় করেছে ১০৭ কোটি ৩০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ১৩ হাজার ৬০৬ কোটি ১৩ লাখ টাকা। প্রথম ফুটবল ক্লাব হিসেবে ১০০ কোটি বা তাঁর বেশি ইউরো আয়ের রেকর্ড গড়ল রিয়াল। ২০২২-২৩ অর্থ বছরে ৮৪ কোটি ৩০ লাখ ইউরো আয় করেছিল স্প্যানিশ ক্লাবটি। এক বছর ব্যবধানে রেকর্ড গড়ার পর রিয়ালের বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৩–২৪ অর্থবছরে মোট পরিচালনার ক্ষেত্রে আয় হয়েছে ১০৭ কোটি ৩০ লাখ ইউরো। যা ২০২২–২৩ অর্থবছরের চেয়ে ২৭ শতাংশ বেশি। যেকোনো ফুটবল ক্লাবের জন্য তা অসাধারণ এক সংখ্যা।’

২০২৪-২৫ মৌসুম শুরুর আগে কিলিয়ান এমবাপ্পের মতো তারকা ফুটবলারকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি লুকা মদরিচের সঙ্গে চুক্তি বাড়িয়েছে। ক্রোয়াট মিডফিল্ডারকে অধিনায়ক নির্বাচিত করেছে রিয়াল। এছাড়া হোম ভেন্যু সান্তিয়াগো বার্নাব্যু নতুন সাজে তৈরি করার কাজও চলছে। নতুন অর্থবছরে (২০২৪-২৫) রেকর্ডটা নতুন করে গড়ার প্রত্যাশা করছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাবটি বলেছে, ‘রিয়াল মাদ্রিদের দল গঠন, ক্রীড়াক্ষেত্রে সাফল্য, নতুন সাজে সজ্জিত স্টেডিয়াম, ছবি সত্ত্ব থেকে আয়—সব মিলিয়ে ২০২৪-২৫ অর্থবছরে বাণিজ্যিকভাবে আমরা আরও লাভবান হব।’
 
করের থেকে ২০২৩-২৪ অর্থবছরে লাভ হয়েছে ১ কোটি ৬০ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ২০৩ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরের চেয়ে তা ৩২ শতাংশ বেশি। রিয়াল ২০২৩-২৪ মৌসুমটা শেষ করেছে দারুণভাবে। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ—সবশেষ অর্থ বছরে তিনটি মেজর টুর্নামেন্ট জেতে স্প্যানিশ ক্লাবটি। ক্লাবটির হয়ে স্মরণীয় বিদায় হয়েছে টনি ক্রুসের। ক্রুস পরবর্তীতে ইউরো দিয়ে ইতি টেনেছেন পেশাদার ফুটবল ক্যারিয়ারের।

২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তাহলে ব্রাজিলের ক্লাবে থাকছেন নেইমার

নতুন ক্লাবে প্রথম হারের স্বাদ পেলেন হামজা

সিটির মাঠে কেন শিরোপার গান, কিছু বলতে চান না লিভারপুল কোচ

ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনির জবাব এভাবেই দিলেন নেইমার

উৎসবের আমেজে শেষ হলো কেএসআরএম ফুটবল টুর্নামেন্ট

সাবিনাদের অনুশীলনের জন্য বাটলারের দরজা খোলা

আলভারেজে উড়ছে আতলেতিকো, শীর্ষে ফিরল বার্সা

ইয়ংমেন্সকে উড়িয়ে আবাহনীর বড় জয়

আল নাসরের হারের রাতে মেজাজ হারালেন রোনালদো

ওয়ান্ডারার্সকে উড়িয়ে দিল মোহামেডান