ক্রীড়া ডেস্ক
কয়েক মাস আগেও রবার্ট লেভানডফস্কির গোলে উদ্বেলিত হয়েছেন বায়ার্ন মিউনিখ কোচ ইউলিয়ান নাগেলসমান। সেই লেভাই গত রাতে আলিয়াঞ্জ অ্যারেনায় খেলতে নেমেছিলেন বায়ার্নের প্রতিপক্ষ হিসেবে।
বার্সেলোনার বিপক্ষে ম্যাচে বায়ার্নের সবচেয়ে বড় হুমকিও ছিলেন লেভা। পোলিশ ‘গোল মেশিনকে’ আটকানো ছিল ডিফেন্ডারদের গুরুদায়িত্ব। সেই দায়িত্ব ভালোভাবেই সামাল দিয়েছেন মানুয়েল নয়ার, দায়োত উপামেকানো, লুকাস হার্নান্দেজরা। কিংবা বলা যায়, লেভা নিজেই সদ্য সাবেক সতীর্থদের সফল হতে দিয়েছেন। একের পর এক সুযোগ নষ্ট করে নিজের কাজে ব্যর্থ তিনি।
সে যাই হোক, শেষ পর্যন্ত লেভানডফস্কিকে গোল করতে না দেওয়ায় তৃপ্তির ঢেকুর তুলছেন নাগেলসমান। বদলে যাওয়া বার্সাকে ২-০ গোলে হারানোর পর তিনি বলেছেন, ‘আমাদের দিক থেকে খুব খুশি যে, আজকে (গত রাতে) লেভানডফস্কি গোল করতে পারেনি।’
চিরচেনা ছন্দে থাকলে কাল প্রথমার্ধেই হ্যাটট্রিক করে ফেলতেন লেভানডফস্কি। কিন্তু রাতটি তাঁর ছিল না। হাতের তালুর মতো চেনা মাঠে বায়ার্নের জার্সি গায়ে গোলের বন্যা বইয়ে দেওয়া মানুষটাই ভিন্ন জার্সিতে ছিলেন বিবর্ণ। তাঁর খেলায় বিশেষ কিছু তো ছিলই না, নিজের স্বাভাবিক খেলাটাও যেন ভুলে গিয়েছিলেন।
দুই অর্ধে দুই দলের পারফরম্যান্সের গ্রাফও নাগেলসমান ফুটিয়ে তুলেছেন তাঁর কথায়, ‘এটা ঠিক যে, প্রথমার্ধে আমাদের চেয়ে বার্সেলোনা সুযোগ বেশি সৃষ্টি করেছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। আমাদের ক্ষিপ্রতা ও কার্যকারিতাই ব্যবধান গড়ে দিয়েছে।’