হোম > খেলা > ফুটবল

জর্জিনার চোখে রোনালদো ‘দ্য বেস্ট’ 

ক্রীড়া ডেস্ক

ফিফা দ্য বেস্ট ২০২৩-এর পুরস্কার দূরে থাক, ফিফপ্রোর বর্ষসেরা একাদশেও জায়গা করে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সেই রোনালদো ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানের এক সপ্তাহের ব্যবধানে জিতেছেন তিনটি পুরস্কার। 

দুবাইয়ে গত পরশু অনুষ্ঠিত হয়েছে গ্লোব সকার পুরস্কার। সেখানে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্লিং হালান্ড। ২০২৩ সালে ক্লাব, আন্তর্জাতিক সব ফুটবল মিলিয়ে হালান্ড করেন ৫০ গোল। অন্যদিকে গত বছর পেশাদার ফুটবল ক্যারিয়ারে সবচেয়ে বেশি গোল করেন রোনালদো। পর্তুগাল জাতীয় ফুটবল দল, আল নাসর ক্লাব—সব মিলে করেন ৫৪ গোল। সেরা ফুটবলারের পুরস্কার না জিতলেও তিনটি পুরস্কার জিতেছেন পর্তুগিজ তারকা ফরোয়ার্ড। মধ্যপ্রাচ্যের সেরা খেলোয়াড়, সমর্থকদের ভোটে বছরের সেরা খেলোয়াড়—এ দুই পুরস্কার তো জিতেছেনই। সর্বোচ্চ গোল করায় জেতেন ম্যারাডোনা পুরস্কারও। রোনালদোর প্রশংসা করে সামাজিক মাধ্যমে গত রাতে স্ট্যাটাস দিয়েছেন জর্জিনা রদ্রিগেজ। পর্তুগিজ তারকা ফরোয়ার্ড ও তাঁর (জর্জিনা) নিজের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন জর্জিনা। জর্জিনা ক্যাপশন দিয়েছেন, ‘দ্য বেস্টের সঙ্গে আছি। আমার জীবনের ভালোবাসা।’ এরপরে তিনি ভালোবাসার ইমোজি দিয়েছেন। হ্যাশট্যাগ দিয়েছেন গ্লোব সকার।

এর আগে ২০২৪ সালের প্রথম দিনই ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকসের (আইএফএফএইচএস) সেরা গোলদাতার পুরস্কার জেতেন রোনালদো। তবে আইএফএফএইচএসের বর্ষসেরা দলে জায়গা পাননি তিনি। সেই দলে আক্রমণভাগের দায়িত্বে লিওনেল মেসি, এমবাপ্পে, হ্যারি কেইন ও হালান্ড। গত সপ্তাহে লন্ডনে অনুষ্ঠিত ফিফা দ্য বেস্ট ২০২৩-এর বর্ষসেরা ফুটবলার হয়েছেন মেসি। মেসির পুরস্কারজয়ের পর ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্ট করে রোনালদো স্ট্যাটাস দিয়েছিলেন, ‘আরও পাওয়ার জন্য ফিরছি।’ এর পরে মাংসপেশির ইমোজি ব্যবহার করেছিলেন।

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

সেকশন