হোম > খেলা > ফুটবল

চলে গেলেন ইংল্যান্ড ও বার্সেলোনার সাবেক কোচ

ক্রীড়া ডেস্ক

না ফেরার দেশে চলে গেলেন চেলসি, টটেনহাম ও কিউপিআরের হয়ে পাঁচ শরও বেশি ম্যাচ খেলা টেরি ভেনাবলস। ইংল্যান্ডের জার্সিতেও খেলেছেন দুটি ম্যাচ। 

তবে সাবেক মিডফিল্ডার হিসেবে নয়, ভেনাবলস বেশি পরিচিত কোচ হিসেবে। ১৯৯৪ ১৯৯৬ সাল পর্যন্ত তিনি কোচ থাকাকালীন নিজেদের মাটিতে ১৯৯৬ ইউরোর সেমিফাইনালে ওঠে ইংল্যান্ড। আর ১৯৮৪ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ভেনাবলস ছিলেন বার্সলোনার কোচ। 

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে গতকাল ৮০ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন ভেনাবলস। এই সাবেক কোচের মৃত্যুতে তাঁর পরিবার এক বিবৃতিতে বলেছে, ‘আমরা একজন অসাধারণ স্বামী এবং বাবাকে হারিয়ে পুরোপুরি বিধ্বস্ত, তিনি দীর্ঘ অসুস্থতার পরে গতকাল শান্তিপূর্ণভাবে মৃত্যুবরণ করেছেন।’ 

ভেনাবলসের অধীনে বার্সা লা লিগা জিতেছে। খেলেছে ইউরোপিয়ান কাপের ফাইনালে। টটেনহামকে এফএ কাপও জেতান তিনি। খেলোয়াড় হিসেবে সাবেক এই মিডফিল্ডার ইংল্যান্ডের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। ১৯৬০ থেকে ১৯৭৫ পর্যন্ত পাঁচ শরও বেশি ম্যাচ খেলেছেন। 

খেলোয়াড়ি জীবন থেকে অবসরের পর ১৯৮০ সালে ক্রিস্টাল প্যালেসের হয়ে কোচিং ক্যারিয়ার শুরু করেন ভেনাবলস। ইংল্যান্ড, বার্সা ছাড়াও কিউপিআর, অস্ট্রেলিয়া, লিডস ইউনাইটেডের দায়িত্ব পালন করেছেন তিনি।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন