ক্রীড়া ডেস্ক
২০০৮ থেকে ২০১২; চার বছর বার্সেলোনার ডাগআউটের পরিচিত মুখ ছিলেন পেপ গার্দিওলা। কাতালান জায়ান্টদের অনেক সাফল্যের কাহিনি রচিত হয়েছে তাঁর অধীনে। এই স্প্যানিশ কোচ ক্যাম্প ন্যু ছেড়ে, বায়ার্ন মিউনিখ ঘুরে এখন ম্যানচেস্টার সিটির দায়িত্বে।
গার্দিওলা বার্সা ছাড়ার পর বেশ কয়েকজন কোচ এসেছেন ক্যাম্প ন্যুয়ে। তাঁদের একজন জাভি, বার্সার জার্সিতে যিনি খেলেছেন গার্দিওলার অধীনেও। বুটজোড়া তুলে রাখার পর এখন তিনি পুরোদস্তুর কোচ। সাবেক শিষ্য এবার কৌশলের ছক কষেছিলেন গুরুর বিপক্ষে। তবে দ্বিতীয়ার্ধে দুবার এগিয়ে গিয়েও পেরে ওঠেননি।
ক্যাম্প ন্যুয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র করেছে বার্সেলোনা। শুরুতেই দীর্ঘদিন পর কাতালানিয়ায় ফেরাটা রাঙানোর বন্দোবস্তের পাঁয়তারা করেছিলেন গার্দিওলা। ২১ মিনিটে হুলিয়ান আলভারেসের গোলে ক্যাম্প ন্যুকে চুপ করিয়ে দেয় সিটি। কিন্তু এর ৮ মিনিট পর সমতায় ফেরে বার্সা।
বিরতির পর জমে ওঠে রোমাঞ্চ। ৬৬ মিনিট ফ্রাংকি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যায় জাভির দল। চার মিনিট পর কোলে পারমার গোলে সমতায় ফেরে ইংলিশ চ্যাম্পিয়নরা। ৭৯ মিনিটে মেমফিস ডিপাইয়ের গোলে ফের লিড বার্সার। সিটি সেই গোল শোধ দেয় অতিরিক্ত সময়ের ৯ম মিনিটে। পেনাল্টি থেকে বল জালে পাঠান রিয়াদ মাহরেজ।
পুরো ম্যাচে সমানতালে লড়েছে দুই দল। টাচলাইনে জাভি থাকলেও মাঠে গার্দিওলার বিপক্ষে ছিলেন তাঁর সাবেক শিষ্য জেরার্ড পিকে, সার্জিও বুসকেটস ও জর্দি আলবা। প্রীতি বলেই এই ম্যাচ রবার্ট লেভানডভস্কি ও গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগানকে বিশ্রামে রাখেন বার্সা কোচ। তবে ম্যাচ শেষে হাসিমুখে গুরু গার্দিওলার সঙ্গে হাত মেলান শিষ্য জাভি।