Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

আর্জেন্টিনার মার্তিনেজ সবচেয়ে ঘৃণিত ফুটবলার, দাবি ফরাসি ডিফেন্ডারের

ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনার মার্তিনেজ সবচেয়ে ঘৃণিত ফুটবলার, দাবি ফরাসি ডিফেন্ডারের

বিশ্বকাপ ফুটবল ফাইনাল শেষ হয়েছে চার দিন হতে চলল। অথচ এমিলিয়ানো মার্তিনেজকে নিয়ে আলোচনা যেন থামতেই চাইছে না। আর্জেন্টাইন এই গোলরক্ষক ফরাসিদের চক্ষুশূলে পরিণত হয়েছেন। ফ্রান্সের সাবেক ডিফেন্ডার আদিল রামির মতে, সবচেয়ে ঘৃণিত ফুটবলার মার্তিনেজ।

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর কাতার থেকে পরশু দেশে ফিরেছেন লিওনেল মেসি-মার্তিনেজরা। দেশে ফেরার পর ছাদখোলা বাসে বুয়েনস এইরেসে বিশ্বকাপ জয়ের আনন্দ উদ্‌যাপন করার সময় আর্জেন্টাইন গোলরক্ষকের হাতে দেখা যায় একটি পুতুল। পুতুলটিতে কিলিয়ান এমবাপ্পের মুখোশ পরানো ছিল আর দিনটি ছিল ফরাসি তারকা ফুটবলারের ২৪তম জন্মদিন। মার্তিনেজের এই উদ্‌যাপনের ছবি সামাজিক মাধ্যমে মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে, যা দেখে ক্ষোভ ঝেরেছেন রামি। মার্তিনেজকে গালি দিয়ে ফরাসি সাবেক ডিফেন্ডার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘সবচেয়ে ঘৃণিত ব্যক্তি’।

এমবাপ্পেকে নিয়ে মার্তিনেজের উপহাস এটাই প্রথমবারের মতো নয়। এর আগে বিশ্বকাপের ফাইনাল শেষে ড্রেসিংরুমে সতীর্থদের এক মিনিট নীরবতার কথা বলে ফরাসি তারকাকে নিয়ে মজা করেছিলেন তিনি। এরপর হঠাৎ জোরে চিৎকার দিয়ে বলেছিলেন,‘ এমবাপ্পের জন্য, যে হেরে গেছে।’ তা ছাড়া আরও এক ঘটনায় শিরোনাম হয়েছেন আর্জেন্টাইন এই গোলরক্ষক। রোববার ফাইনাল শেষে গোল্ডেন গ্লাভসের পুরস্কার নেওয়ার পর অশ্লীল অঙ্গভঙ্গি করেছিলেন। পরে কারণ হিসেবে তিনি জানিয়েছিলেন, ফরাসিদের দুয়োধ্বনির জবাব দিতেই অমন উদ্‌যাপন করেছিলেন।

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার