হোম > খেলা > ফুটবল

আবারও মিলানে ফিরছেন ইব্রা

ক্রীড়া ডেস্ক

এসি মিলান যেন দ্বিতীয় ঘর জ্লাতান ইব্রাহিমোভিচের। সুইডিশ স্ট্রাইকার পেশাদারি ফুটবল ক্যারিয়ারকে বিদায় জানিয়েছেন বেশি দিন হয়নি, এর মধ্যে নতুন ভূমিকা নিয়ে আবারও ফিরছেন মিলানে। তবে এবার খেলোয়াড় হিসেবে নয়, উপদেষ্টা হয়ে। আজ সিরি’আর ক্লাবটির ম্যানেজমেন্ট, মালিক রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স বিষয়টি নিশ্চিত করেছে। 

বার্সেলোনা থেকে ২০১০ সালে ধারে প্রথমবার মিলানে যোগ দেন ইব্রা। তার আগেই অবশ্য ইতালিয়ান ফুটবলে জুভেন্টাস ও ইন্টার মিলানের জার্সিতে মাঠ মাতিয়েছেন তিনি। ২০১১ সালে মিলানের সঙ্গে স্থায়ী চুক্তি করেন ৪২ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার। তবে এক বছর পর সান সিরো ছেড়ে দেন। এরপর পিএসজি ও ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষে নতুন ঠিকানা গাড়েন যুক্তরাষ্ট্রের ফুটবলে। 

সেখান থেকে ২০২০ সালে মিলানের হয়েই আবার ইউরোপের ফুটবলে ফেরা ইব্রার। ক্যারিয়ারটাও শেষ করেছেন সেখানে, এ বছর। এক মৌসুম না যেতেই তিনি ফিরছেন মিলানে। ইব্রাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ব্যাপারে আমেরিকান ইনভেস্টমেন্ট ফার্ম রেডবার্ড জানিয়েছে, ইতালিতে খেলোয়াড় হিসেবে শিরোপা জেতা সুইডিশ স্ট্রাইকার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে এসি মিলানে কাজ করবেন। 

মিলানকে দুঃসময় ভুলিয়ে ২০২২ সালে সিরি’আ জেতানোর পথে কোচ স্তেফানো পিওলির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ইব্রা। তাঁর খেলোয়াড়ি জীবন কেটেছে যাযাবরের মতোন। নিজ দেশ সুইডেন ছাড়াও খেলেছেন নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্সে। যদিও তাঁর একমাত্র প্রধান শিরোপা জিতেছেন ২০১৭ সালে, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইউরোপা লিগ।

আবাহনীকে জেতালেন ডিফেন্ডার শাকিল

মাঠে না থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

সেকশন