Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

বিধ্বস্ত ম্যান ইউর ঘুরে দাঁড়ানোয় মুগ্ধ টেন হাগ

ক্রীড়া ডেস্ক

বিধ্বস্ত ম্যান ইউর ঘুরে দাঁড়ানোয় মুগ্ধ টেন হাগ

লিভারপুলের কাছে অ্যানফিল্ডে ‘সেভেন-আপ’ খাওয়ার পর থেকে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে সমালোচনা চলছিল। সঙ্গে সামাজিকমাধ্যমের ট্রল তো ছিলই। সমালোচনার জবাব যেন গতকাল ওল্ড ট্রাফোর্ডে দিল রেড ডেভিলরা। ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল বেতিসকে ৪-১ গোলে হারিয়েছে ইউনাইটেড। শিষ্যদের এমন পারফরম্যান্সে মুগ্ধ ইউনাইটেড কোচ এরিক টেন হাগ।

ওল্ড ট্রাফোর্ডে গতকাল ৬ মিনিটে মার্কাস রাশফোর্ডের গোলে এগিয়ে  গিয়েছিল ইউনাইটেড। এরপর অল্প সময়েই সমতায় ফেরে বেতিস। ৩২ মিনিটে বেতিসের সমতাসূচক গোল করেন আয়োজ পেরেজ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক খেলা শুরু করে রেড ডেভিলরা। ৫২,৫৮ ও ৮২ মিনিটে গোল করেছেন অ্যান্টনি, ব্রুনো ফার্নান্দেজ ও বাউট ওয়েগহোর্স্ট। ৪-১ গোলের বিশাল জয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল অনেকটাই নিশ্চিত হয়েছে ম্যান ইউর। রেড ডেভিলদের এই দুর্দান্ত জয়ে সমর্থকদেরকেও ধন্যবাদ জানিয়েছেন টেন হাগ। ইউনাইটেড কোচ বলেন, ‘এমন পারফরম্যান্সই চেয়েছিলাম। আমরা বলেছিলাম যে ঘুরে দাঁড়াতে হবে। সমর্থন দেওয়ার জন্য ভক্তদেরকেও ধন্যবাদ।’

ইউনাইটেডের ৪ গোলের দুটিতে গতকাল অবদান রেখেছেন ফার্নান্দেজ। নিজে এক গোল করেছেন। আর অ্যান্টনিকে গোল করতে সহায়তা করেছেন ফার্নান্দেজ। ইউনাইটেডের এই অ্যাটাকিং মিডফিল্ডারের প্রশংসায় টেন হাগ বলেন, ‘সে (ফার্নান্দেজ) আজ দুর্দান্ত খেলেছে। প্রথম মিনিট থেকেই সে দলকে নেতৃত্ব দিয়েছে। তার খেলায় গতকাল দারুণ ছন্দ ছিল এবং একটা গোল করেছে।’

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার