হোম > খেলা > ফুটবল

রোনালদোর সাবেক সতীর্থ এখন দুধ বিক্রেতা

পেশাদার ক্রীড়াবিদদের জীবনে কত উত্থান-পতনই না ঘটে। দেখা গেল একই সঙ্গে ক্যারিয়ার শুরু করা কেউ সময়ের পরিক্রমায় তারকা হয়েছেন। কেউবা দৌড় থেকে ছিটকে পড়ে অন্যদিকে ক্যারিয়ার গড়ে নিয়েছেন। রিচার্ড একের্সলির গল্পটাও তেমনই। ক্রিস্টিয়ানো রোনালদোর এক সময়ের ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ একের্সলি এখন দুধ বিক্রেতা।

২০০৯ সালে দলবদলের বাজারে রেকর্ড গড়ে ম্যানইউতে যোগ দিয়েছিলেন রোনালদো। ইংলিশ ক্লাবটির যুব দলে খেলা একের্সলি তারও দুই বছর আগে ২০০৭ সালে মূল দলে আসেন। প্রায় দুই বছর বেঞ্চে বসেই কাটিয়েছেন। রোনালদো আসার পর প্রায় একই সঙ্গে খেলার সুযোগ পান একের্সলি। সময়ের স্রোতে সেই রোনালদো এখন কিংবদন্তি। আর একের্সলি জীবন ধারণ করছেন দুধ বিক্রি করে! 

৩২ বছর বয়সী একের্সলি ছিলেন রোনালদোর বড় ভক্ত। স্বপ্ন দেখেছিলেন রোনালদোর মতো হবেন। মাঠে অবশ্য দুজনের অবস্থান ছিল ভিন্ন। রোনালদো খেলতেন লেফট উইংয়ে আর একের্সলি খেলতেন রাইটব্যাকে। তবে ইউনাইটেডে বেশি দিন থাকা হয়নি একের্সলির। রোনালদো যোগ দেওয়ার কিছু সময় পর চলে যান তৃতীয় সারির ক্লাব বার্নলিতে।

একের্সলির জন্য এরপরের গল্পটা শুধুই হতাশার। চোট, ফর্মহীনতা সব মিলিয়ে নিজেকে হারিয়ে ফেললেন। একের্সলিকে সবচেয়ে বেশি পোড়ায় বেশি বেতনের জন্য ম্যানইউ ছেড়ে নিচের সারির ক্লাবে যাওয়া। এ জন্য এখনো নিজেকে ক্ষমা করতে পারেন না তিনি।

২০১৬ সালে পেশাদার ক্যারিয়ারের ইতি টেনে দেন। শুরু করেন দুধের ব্যবসা। ফুটবল ছেড়ে নাকি ভালোই আছেন এখন। সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি আসলেই সুখে আছি। নিজের নিয়তি আমার হাতে। আমার কাছে এটাই অমূল্য। সমুদ্রতীরের কাছে, জলাভূমি আছে, নদী আছে, সেখানে আমার মেয়েরা বড় হবে। আমরা এমন এক সমাজে আছি, যেখানে ৪০ জন মানুষ আছেন। আমাদের নিজের বাড়ি আছে, বাগান আছে। ১০ একর জমি আমরা ভাগাভাগি করে ব্যবহার করি। নিজেদের খাবার নিজেরা উৎপাদন করি। এ গ্রামে কোনো রাস্তা নেই। এটা দারুণ। এখানে নৈতিকতাই মূল কথা।’ 

ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে ডেভনে সমুদ্রের তীরে ছোট্ট একটা স্থান টটনেসকে থাকার জন্য বেছে নিয়েছেন একের্সলি। সেখানে সবাই নিরামিষভোজী ও দুধ উৎপাদনের প্রক্রিয়া শতভাগ জৈবিক। একের্সলির খামারে প্রতি মাসে ২৫ হাজার লিটার দুধ উৎপাদন হয়।

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি