ক্রীড়া ডেস্ক
পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ানোর ঘটনা রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে দেখা যায় বারবার। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ—সব প্রতিযোগিতায় রিয়াল এমন ঘটনা প্রতি মৌসুমেই ঘটায় বারবার। সেক্ষেত্রে এগিয়ে থেকে জিততে না পারার ঘটনা রিয়ালের ক্ষেত্রে ‘বিরল’ই বলা যায়।
এস্তাদিও দি ভ্যালেকাস স্টেডিয়ামে আজ লা লিগায় মুখোমুখি হয় রায়ো ভায়োকানো ও রিয়াল মাদ্রিদ। এই ম্যাচে ভায়োকানোর ওপর দাপট দেখিয়ে খেলেছে রিয়াল। ৬১ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪ শট করে রিয়াল। অন্যদিকে ভায়োকানো বল দখলে রেখেছিল ৩৯ শতাংশ এবং ৩টি শট করে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর। ম্যাচে রিয়াল দ্রুত এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয় ১-১ গোলে।
৩ মিনিটেই ম্যাচের প্রথম গোল করে রিয়াল মাদ্রিদ। ফেদেরিকো ভালভার্দের অ্যাসিস্টে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন রিয়াল ফরোয়ার্ড হোসেলু। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিডিও) মাধ্যমে এই গোলের সিদ্ধান্ত দেওয়া হয়। এরপর ৮ থেকে ১১—৩ মিনিটের মাথায় দুইবার রিয়ালকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে ভিনিসিয়ুসের আক্রমণ প্রতিহত হয় ভায়োকানোর রক্ষণ দেয়ালে। এভাবে আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় সমতায় ফেরে ভায়োকানো। সেখানে দায়টা মূলত রিয়ালেরই। ২৪ মিনিটে পেনাল্টি এরিয়ায় রিয়াল মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা হ্যান্ডবল করে বসেন। ভিএআর দেখে রায়ো ভায়োকানোর পক্ষে পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া হয়। ২৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ভায়োকানোর ফরোয়ার্ড রাউল দি থমাস। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। যেখানে প্রথমার্ধের শেষে অতিরিক্ত সময়ে যখন খেলা গড়ায়, সেসময় ইভান বাল্লিউ, ইসি পালাজোন—ভায়োকানোর দুই ফুটবলারকে হলুদ কার্ড দেখানো হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে রিয়াল। ৫২ মিনিটে কর্নার থেকে ক্রস করেন রিয়াল মিডফিল্ডার লুকা মদরিচ। মদরিচের ক্রস থেকে পাওয়া বল অরিলিয়ে চুয়ামেনি হেড দিলেও তা বক্সের অনেক ওপর দিয়ে বেরিয়ে যায়। এরপর ৫৯ মিনিটে ব্রাহিম দিয়াজের অ্যাসিস্টে ভায়োকানোর লক্ষ্য বরাবর শট করেন হোসেলু। এবার সেই আক্রমণ প্রতিহত করেন ভায়োকানো গোলরক্ষক স্টোল দিমিত্রিভস্কি।
আক্রমণ-প্রতি আক্রমণের খেলায় একই সঙ্গে চলতে থাকে শারীরিক শক্তি প্রদর্শনের খেলা। ৬১ মিনিটে হলুদ কার্ড দেখেন কামাভিঙ্গা। এরই মধ্যে ৭৭ মিনিটে ভায়োকানোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন রাউল। তবে সেই আক্রমণ রিয়ালের রক্ষণ দেওয়ালে প্রতিহত হয়। এই রাউলই ৮১ মিনিটে দেখেন হলুদ কার্ড। ৮৫ মিনিটে হলুদ কার্ড দেখেন ভায়োকানোর মিডফিল্ডার আলভারো গার্সিয়া রিভেরা। এরপর নির্ধারিত সময়ের অতিরিক্ত সময়ে লাল কার্ড দেখেন মাদ্রিদ ডিফেন্ডার দানি কারভাহল। কারভাহলের লাল কার্ড এসেছে দুটি হলুদ কার্ডের মাধ্যমে। শেষ পর্যন্ত ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে রায়ো ভায়োকানো ও রিয়াল মাদ্রিদ।
১-১ গোলের জয়ে লা লিগায় এখন ৬২ পয়েন্ট রিয়ালের। ২৫ ম্যাচে ১৯ ম্যাচ জিতেছে, হেরেছে ৫ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে রিয়াল। আনচেলত্তির দল পয়েন্ট তালিকার শীর্ষে। ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে জিরোনা। তারা খেলেছে ২৪ ম্যাচ। ২৫ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা।