ক্রীড়া ডেস্ক
উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে যাওয়ার পর আগের বেফাঁস মন্তব্যের জন্য ব্যাপক সমালোচিত হয়েছেন ইউলিয়ান নাগেলসম্যান। এ খবর পুরোনো। কিন্তু এবার জানা গেল পিলে চমকে ওঠার মতো তথ্য। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ায় মৃত্যুর হুমকি পেয়েছেন বায়ার্ন কোচ।
দুই লেগ মিলিয়ে ভিয়ারিয়ালের সঙ্গে পেরে না ওঠায় কোয়ার্টার ফাইনালেই বাদ পড়েছে বায়ার্ন। এরপর ভক্তদের তীব্র রোষানলে পড়েছেন নাগেলসসম্যান। কিন্তু তাই বলে মৃত্যুর হুমকি! নিজেই জানিয়েছেন তিনি ৪৫০টি খুনের বার্তা পেয়েছেন। ৩৪ বছর বয়সী এই কোচ আক্ষেপ নিয়ে বলেন, ‘আমি জানি সব দিক থেকেই আমি সমালোচিত হব। এটা স্বাভাবিক। আমি এর সঙ্গে পরিচিত। কিন্তু ইনস্টাগ্রামে ৪৫০টি খুনের বার্তা পাওয়ার বিষয়টি মোটেই সহজ নয় আমার জন্য।’
নাগেলসম্যানকে মৃত্যুর হুমকি দিয়েই সমালোচকেরা থামেননি, আক্রমণ করেছেন তার মাকেও,‘যদি মানুষ আমাকে মেরে ফেলতে চায়, সেটা একটা জিনিস। কিন্তু তারা আমার মাকেও ছাড় দেয় না, যাঁর ফুটবলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। এটা বেশ অবমাননাকর।’
সমর্থকদের এমন আচরণের কোনো উত্তর খুঁজে পান না এই জার্মান কোচ। তিনি বলেন, ‘আমি এর কারণ বুঝতে পারি না। টিভি বন্ধ করার সঙ্গে সঙ্গে লোকেরা তাদের শালীনতা ভুলে যায়। কিন্তু এগুলো একেবারেই ভিত্তিহীন। অদ্ভুত ব্যাপার হলো, তারা মনে করে যে তারাই সঠিক।’