হোম > খেলা > ফুটবল

বিবিসিতে লিনেকারকে আরও সতর্ক থাকতে বললেন সাবেক ফুটবলার 

বিবিসিতে কয়েক মাস আগে রাজনৈতিক বক্তব্য দেওয়ায় সাময়িক বহিষ্কার হয়েছিলেন গ্যারি লিনেকার। লিনেকারকে পুরোনো এই ঘটনা যেন আবার মনে করালেন গ্রায়েম সুনেস। ফুটবল এই বিশেষজ্ঞকে আরও সতর্ক হয়ে কথা বলার পরামর্শ দিলেন সুনেস।

গত পরশু ‘আপ ফ্রন্ট উইথ সাইমন জর্ডান’ ইউটিউব চ্যানেলের পডকাস্ট অনুষ্ঠানে যোগ দেন সুনেস। লিনেকার প্রসঙ্গে লিভারপুলের সাবেক এই ফুটবলার বলেন, ‘আমি হলে বের হয়ে যেতাম না। জনগণের উদ্দেশে এমন মন্তব্য গ্যারি লিনেকার প্রথমবার করেননি। আমি মনে করি না যে তিনি যা করেছেন, তা বলা উচিত ছিল। কারণ আপনি যখন বিবিসির বেতন নেবেন, রাজনৈতিক কথাবার্তা বলার ব্যাপারে আরও সতর্ক হতে হবে। বিবিসিতে বাক্‌স্বাধীনতা কোনো কাজে দেয় না। আমার মতে, আপনাকে আরও সতর্ক হতে হবে।’

এ বছরের মার্চে শরণার্থীদের নৌকায় করে স্থানান্তর করতে নিষেধ করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রসচিব সুয়েলা ব্রেভারম্যান একটি ভিডিও পোস্ট করেছিলেন গত মঙ্গলবার। লিনেকার এটাকে ‘ভয়ংকর’ বলে দাবি করে তাঁর টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন। এভাবেই আলোচনায় এসেছিলেন তিনি। যার পরিপ্রেক্ষিতে বিবিসি থেকে সাময়িক বহিষ্কার হতে হয়েছে ইংল্যান্ডের কিংবদন্তি এই ফুটবলারকে। কয়েক দিন পরই আবার লিনেকারকে ‘ম্যাচ অব দ্য ডে’ অনুষ্ঠানে ফিরিয়ে আনা হয়।

এর আগেও বিবিসির ভুল নিয়ে মজা করেছিলেন লিনেকার। চলতি বছরের জানুয়ারিতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের রিপ্লে ম্যাচে মুখোমুখি হয়েছিল উলভারহ্যাম্পটন-লিভারপুল। তার আগে প্রি-ম্যাচ শোতে আলাপ-আলোচনা করছিলেন লিনেকার ও অ্যালান শিয়ারার। তখনই শোনা যায় পর্নোগ্রাফিক শব্দ। লিনেকার এমন ঘটনাকে মজা করে ‘নাশকতা’ বলেছিলেন। ইংলিশ এই কিংবদন্তি তখন টুইট করেছিলেন, ‘আমরা এই টেপটা পেয়েছি মোবাইল সেটের পেছনে। ‘নাশকতা’ বেশ মজাই লেগেছে।’

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি