হোম > খেলা > ফুটবল

স্পোর্টিং লিসবনকে উড়িয়ে শেষ আটে এক পা দিয়ে রাখল সিটি

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। গত রাতে লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে ৫-০ গোলে স্পোর্টিং লিসবনকে উড়িয়ে দিয়েছে সিটি। ম্যাচে জোড়া গোল করেছেন বের্নার্দো সিলভা। একটি করে গোল করেছেন রাহিম স্টার্লিং, রিয়াদ মাহরেজ ও ফিল ফোডেন। 

এই জয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলেন পেপ গার্দিওলার শিষ্যরা। ফিরতি লেগে ঘরের মাঠে অবিশ্বাস্য কোনো কিছু না ঘটলে স্কাই ব্লুজদের শেষ আটে ওঠা প্রায় নিশ্চিত। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজিয়ে লিসবনকে চেপে ধরে সিটি। এবং প্রথমার্ধেই তাদের জালে গুনে গুনে চারবার বল জড়ায় স্টার্লিং ফোডেন। প্রথমার্ধেই ৪-০ গোলে এগিয়ে যায় সিটি, যা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে নতুন রেকর্ড। ম্যানসিটি একমাত্র ক্লাব, যারা নকআউট পর্বের ম্যাচে প্রথমার্ধেই চার গোলের লিড নেয়। 

গোল উৎসবের শুরুটা করেন রিয়াদ মাহরেজ। এই আলজেরিয়ানের গোলে ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে যায় সিটি। এর ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ হয় সিলভার গোলে। ৩২ মিনিটে ফিল ফোডেনের গোলে সিটির লিড ৩-০। প্রথমার্ধের শেষ মুহূর্তে সিলভার দ্বিতীয় গোলে হালি পূর্ণ করে সিটি। দ্বিতীয়ার্ধেও দাপট ধরে রাখে সিটি। ৫৮ মিনিটে গোলটি করেন রাহিম স্টার্লিং। ম্যাচের বাকি সময় গোল না পেলেও নিজেদের আধিপত্য ধরে রাখে সিটি। আগামী ৯ মার্চ হবে ফিরতি লেগ। 

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা