হোম > খেলা > ফুটবল

রোমে রাজকীয় অভ্যর্থনা পেলেন দিবালা

হাজার হাজার এএস রোমার সমর্থক তখন উন্মাতাল। কারও হাতে ব্যানার, কেউ দেখাচ্ছেন আতশবাজির খেলা। এর মাঝেই ধীর পায়ে এগিয়ে এলেন পাওলো দিবালা। চোখে-মুখে রাজ্যের বিস্ময়! এমন অভ্যর্থনা যেকোনো ফুটবলারের জন্যই যে স্বপ্নের মতো!

স্বপ্ন সত্যি হওয়ার আনন্দ দেখা গেল দিবালার মাঝেও। শুভেচ্ছা বক্তব্যের পর ফোন বের করে সমর্থকদের পেছনে রেখে তুললেন সেলফিও। এরপর আরেকটু কাছাকাছি এসে বসে পড়লেন মঞ্চেই। এমন দৃশ্য যেন দিবালার নিজেরও বিশ্বাস হচ্ছিল না। 

জুভেন্টাস ছেড়ে এবারের দলবদলে এএস রোমায় এসেছেন দিবালা। হোসে মরিনহোর অধীনে আগামী মৌসুমে নতুন অভিযান শুরু করবেন এই আর্জেন্টাইন তারকা। তার আগে এমন অভ্যর্থনা নিশ্চিতভাবেই অনুপ্রাণিত করবে দিবালাকে। মাঠে নামার তর যে সইছে না, সেই ইঙ্গিতও অবশ্য পাওয়া গেল দিবালার কণ্ঠে। তিনি বলেছেন, ‘আজ এমন কিছুর অভিজ্ঞতা লাভের পর আমি বুঝলাম, অলিম্পিকো স্টেডিয়াম নেমে সমর্থকদের সামনে খেলার জন্য উন্মুখ হয়ে আছি।’ 

সংবাদ সম্মেলনে দিবালাকে কথা বলতে হয়েছে রোমার শিরোপা সম্ভাবনা নিয়েও। দিবালা বলেছেন, ‘আমার মনে হয়, শিরোপা নিয়ে কথা বলার সময় এখনো আসেনি। তবে সবাই এখানে শিরোপা প্রত্যাশা করছে। রোমা ইতিমধ্যে প্রধান শিরোপা (উয়েফা ইউরোপা কনফারেন্স লিগ) জিতেছে। ভবিষ্যতে বড় কিছু অর্জনের লক্ষ্যে নিজেদের গড়ে তুলতে হবে।’

ফুটবল খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি