হোম > খেলা > ফুটবল

রেকর্ড ভাঙা হালান্ড যেন ‘দৈত্য’ 

নিত্যনতুন রেকর্ড গড়তেই যেন ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। গতকাল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালেও রেকর্ড গড়েন তিনি। রেকর্ড গড়া হালান্ড ফুটবল বিশেষজ্ঞদের চোখে যেন ‘দৈত্য’।

ইতিহাদে গতকাল কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যান সিটির প্রতিপক্ষ ছিল বায়ার্ন মিউনিখ। বায়ার্নকে ৩-০ গোলে হারায় সিটিজেনরা, যেখানে ৭৬ মিনিটে গোল করেন হালান্ড। নিজের ফেসবুক পেজে ম্যান সিটির এই স্ট্রাইকার লিখেছেন, ‘এই প্রতিযোগিতার জন্য সত্যিকারের ভালোবাসা আছে।’ তাতে এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম লেখান তিনি। সিটির জার্সিতে চলতি মৌসুমে ৩৯ ম্যাচে ৪৫ গোল করেন এই স্ট্রাইকার। 

রেকর্ড নিজের করে নেওয়ার পর প্রশংসায় ভাসছেন হালান্ড। ম্যান সিটির এই স্ট্রাইকারকে ‘দৈত্য’ আখ্যা দিয়ে বিটি স্পোর্টকে মারিও গোমেজ বলেন, ‘প্রত্যেক দলেরই এই খেলোয়াড়কে ভয় পাওয়া উচিত, কারণ সে দৈত্য। তাকে নেওয়ার জন্য ম্যানচেস্টার সিটিকে অভিনন্দন।’ ওয়েন হারগ্রিভসের চোখে দক্ষ স্ট্রাইকার হালান্ড। ইংল্যান্ডের সাবেক এই মিডফিল্ডার বলেন, ‘আমার দেখা সবচেয়ে দক্ষ স্ট্রাইকার সে। যেভাবে গোল করে, সত্যিই দুর্দান্ত।’ 

এক মৌসুমে প্রিমিয়ার লিগ খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতার তালিকায় হালান্ডের সঙ্গী অনেক তারকা ফুটবলার। রুড ফন নিস্তেলরয়, মোহাম্মদ সালাহ ৪৪ গোল করে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন।

এক মৌসুমে সর্বোচ্চ গোল করা প্রিমিয়ার লিগ ফুটবলার: 
৪৫ গোল; আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি) : ২০২২-২৩ মৌসুম
৪৪ গোল; রুড ফন নিস্তেলরয় (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০২-০৩ মৌসুম
৪৪ গোল; মোহাম্মদ সালাহ (লিভারপুল) : ২০১৭-১৮ মৌসুম
৪২ গোল; ক্রিস্টিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড) : ২০০৭-০৮ মৌসুম
৪১ গোল; অ্যান্ডি কোল (নিউক্যাসল ইউনাইটেড) : ১৯৯৩-৯৪ মৌসুম
৪১ গোল; হ্যারি কেইন (টটেনহাম) : ২০১৭-১৮ মৌসুম

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল