নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণ এশীয় ফুটবল টুর্নামেন্ট সাফ চ্যাম্পিয়নশিপে প্রতিপক্ষ যে কেউই ভারতকে এড়াতে চাইবে। ফিফা র্যাঙ্কিংয়ে এই অঞ্চলে ভারতই যে সবার ওপরে! তবে সামনের বয়সভিত্তিক দুটি সাফ টুর্নামেন্টে গ্রুপে ভারতকেই পেয়েছে বাংলাদেশ।
আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভবনে হয়েছে সাফ অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্টের গ্রুপিং। অনূর্ধ্ব ১৬ সালে বাংলাদেশের ‘এ’ গ্রুপে ভারত ছাড়াও আছে নেপাল। ‘বি’ গ্রুপে পড়েছে ভুটান, মালদ্বীপ ও পাকিস্তান। ভুনানের থিম্পুতে ১ থেকে ১০ সেপ্টেম্বর হবে এই টুর্নামেন্ট।
আর অনূর্ধ্ব-১৯ সাফের গ্রুপিংয়ে ‘বি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। সঙ্গী ভারত ও ভুটান। গ্রুপ ‘এ’ তে পড়েছে নেপাল, মালদ্বীপ ও পাকিস্তান। ২১-৩০ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হবে অনূর্ধ্ব সাফ চ্যাম্পিয়নশিপ।
সেপ্টেম্বরে হতে যাওয়া দুটি টুর্নামেন্টেই একই ফরম্যাট। গ্রুপ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল উঠে যাবে সেমিফাইনালে। দুই সেমিফাইনাল বিজয়ী মুখোমুখি হবে ফাইনালে। বাফুফে ভবনে অনুষ্ঠিত সাফের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল ও বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার।