Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

হামজাকে কেন খুঁজছেন তাঁর ক্লাবের কোচ

ক্রীড়া ডেস্ক    

হামজাকে কেন খুঁজছেন তাঁর ক্লাবের কোচ
শেফিল্ডের হয়ে অনুশীলনে হামজা। ফাইল ছবি

ইংলিশ ফুটবল চ্যাম্পিয়নশিপ লিগে আগামীকাল কভেন্ট্রি সিটির বিপক্ষে মাঠে নামবে শেফিল্ড ইউনাইটেড। এর আগেই হামজা চৌধুরীকে খুঁজছেন শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার। কেননা এখনো যে ক্লাবে যোগ দেননি তিনি।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। সেই ম্যাচেই বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। শিলংয়ের জওহরলাল স্টেডিয়ামে ৯০ মিনিট জুড়েই দাপিয়ে বেড়িয়েছেন তিনি। কখনো উপরে, কখনো নিচে—দলের প্রয়োজনে সবটুকু উজার করে মাঠের সর্বত্র খেলেছেন এই মিডফিল্ডার।

ভারতের বিপক্ষে খেলে দেশে ফেরার পর আজই ম্যানচেস্টারের উদ্দেশে রওনা হন হামজা। তবে কাল তিনি শেফিল্ডের হয়ে খেলবেন কি না সেই প্রশ্নই করা হয়েছিল ওয়াইল্ডারের কোচ। সংবাদ সম্মেলনে তিনি মজা করে বলেন, ‘আমি জানি না হামজা কোথায় আছে। যদি কেউ তাকে দেখে থাকেন, তাহলে দয়া করে আমাকে জানাবেন!’

হামজার খেলাটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বলে জানালেন ওয়াইল্ডার। তিনি বলেন, ‘সে নিশ্চয়ই এটি (জাতীয় দলের হয়ে খেলা) উপভোগ করেছে, এবং এটি তার জীবনের একটি বড় অংশ, যা তার জন্য এবং তার দেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারা একটি খুব ভালো ফলাফল পেয়েছে, এবং হামজা এর অংশ ছিল।’

কাল ঘরের মাঠে কভেন্ট্রি সিটিকে আতিথ্য জানাবে শেফিল্ড। ৩৮ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপে তালিকার দুইয়ে আছেন হামজার। ৩৮ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে কভেন্ট্রি রয়েছে টেবিলের পাঁচে। ক্লাবটির দায়িত্ব সামলাচ্ছেন চেলসি কিংবদন্তি ফ্রাঙ্ক ল্যাম্পার্ড।

ফুটবলের মতো সব খেলাতেই যোগ্য প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্তির নির্দেশ সরকারের

চ্যাম্পিয়নস লিগে অতীতই যখন রিয়ালের অনুপ্রেরণা

আর্সেনালের বিপক্ষে আজ ঘুরে দাঁড়াতে পারবে তো রিয়াল

এখনই চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বার্সেলোনা

এএফসি থেকে বাড়তি ৩০ কোটি টাকা পাচ্ছে বাফুফে

ইনজাঘির ‘ইন্টার’—পাস করা সহজ নয়

অতিরিক্ত সময়ের গোলে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা

ক্লাব বিশ্বকাপেই অন্যরকম এক চমক দেখাচ্ছে ফিফা

নেইমারের ফেরার দুই মাস পরই কোচ বরখাস্ত, কাঁদছেন নেইমারও

বারবার প্রতিপক্ষের রক্ষণদুর্গে কাঁপিয়ে ব্যর্থ মেসিকে নিয়ে কী বললেন কোচ