ক্রীড়া ডেস্ক
নতুন করে নিজেকে চেনানোর কোনো কিছুই ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর। তবে সৌদি আরবের লিগে খেলেতে এসে শুরুটা ভালো হচ্ছিল না বলে সমালোচনায় বিদ্ধ হচ্ছিলেন তিনি। ক্যারিয়ারের গোধূলি লগ্নে আসায় সমালোচনা আরও বেশি হচ্ছিল। সমালোচনার জবাব কীভাবে দিতে হয় তা জানা পর্তুগিজ তারকার। শুধু সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি।
আর সেই জবাব দিতে খুব বেশি সময় নেননি রোনালদো। লিগে নিজের দ্বিতীয় ম্যাচে পেনাল্টি থেকে গোলের খাতা খোলেন তিনি। কিন্তু সমালোচকেরা নিজেদের মুখ বন্ধ করছিলেন না। কেননা গোলটি ছিল পেনাল্টিতে। তবে পরে ম্যাচে হ্যাটট্রিকে একদম সমালোচকদের মুখ বন্ধ করে দিয়েছেন সিআর সেভেন। সে ম্যাচে শুধু হ্যাটট্রিকই করেননি ৪ গোল করেছেন তিনি।
আর গতকাল লিগে দ্বিতীয় হ্যাটট্রিক করেছেন রোনালদো। সব মিলিয়ে ক্যারিয়ারে ৬২ তম হ্যাটট্রিক তাঁর। ৫৬ হ্যাটট্রিক নিয়ে সাবেক রিয়াল মাদ্রিদ তারকার পরে আছেন পিএসজির লিওনেল মেসি। গোল তিনটিই আবার পেয়েছেন ম্যাচের প্রথমার্ধেই। সব মিলিয়ে লিগে ৫ ম্যাচে ৮ গোল করেছেন তিনি। সঙ্গে দুই গোলে অ্যাসিস্ট করেছেন তিনি।
ম্যাচ শেষ হওয়ার পর সামাজিক মাধ্যমে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন রোনালদো। তিনি লিখেছেন, ‘বিশেষ রাত। দুর্দান্ত করেছ, ভইয়েরা।’ সঙ্গে গোলের সমান তিনটি বলের ইমোজিও দিয়েছেন পোস্টে।
রোনালদোর হ্যাটট্রিকে গতকাল দামাককে ৩-০ গোলে হারিয়েছে আল নাসরে। এ জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে এখন দলটি। ১৮ ম্যাচে ৪৩ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-ইত্তিহাদ।