Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

এটাই কি ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকোর’ একাদশ

ক্রীড়া ডেস্ক    

এটাই কি ব্রাজিল-আর্জেন্টিনার ‘সুপার ক্লাসিকোর’ একাদশ
ব্রাজিলের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টিনা। ছবি: এএফপি

প্রায় ৬ বছর ধরে আর্জেন্টিনার বিপক্ষে জয়হীন ব্রাজিল। ২০১৯ সালে জুলাইয়ের পর আলবিসেলেস্তেদের বিপক্ষে জিততে পারেনি সেলেসেওরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে শেষ চার ম্যাচের মধ্যে একটি ড্র, হেরেছে তিনটিতে। এবার কী আর্জেন্টিনার মাঠে কাঙ্ক্ষিত জয়ের দেখা পাবে ব্রাজিল?

লিওনেল মেসি, পাওলো দিবালা, লাউতারো মার্তিনেজ, লো সেলসোর মতো সেরা তারকা ফুটবলাররা নেই আর্জেন্টিনা দলে। প্রতিপক্ষে তাঁরা না থাকা মানে ব্রাজিলের যেন কিছুটা হলেও স্বস্তি! কিন্তু সেরা ফরোয়ার্ড লাইন ছাড়াও গত সপ্তাহে শক্তিশালী উরুগুয়ের মাঠ থেকে ১-০ গোলে জয় নিয়ে ফিরেছে লিওনেল স্কালোনির দল। আগামী পরশু ব্রাজিলের বিপক্ষে তো তারা খেলবে নিজেদের মাঠে। হোম কন্ডিশনের সুবিধা এমনিতেই তারা পাচ্ছে।

ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র মেসি-মার্তিনেজকে নিয়ে আপাতত ভাবতে হচ্ছে না। দুই ড্রয়ের পর সবশেষ তারাও কলম্বিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে। রাফিনহা-ভিনিসিয়ুস জুনিয়র দুজনই একটি করে গোল করেছেন। দারুণ ছন্দেও রয়েছেন তাঁরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন ম্যাচটা সহজ হবে না।

চোট জর্জর আর্জেন্টিনার শুরুর একাদশে ফিরতে পারেন মিডফিল্ডার রদ্রিগো দি পল। গোলপোস্টে আস্থার এমি মার্তিনেজ আছেন স্কালোনির। রক্ষণে নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি ও নিকোলাস তাগলিয়াফিকো। মিডফিল্ডে রদ্রিগো দি পল, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ। অভিজ্ঞ আক্রমণভাগ না হলেও তরুণ হুলিয়ান আলভারেজ, থিয়াগো আলমাদা ও জিলিয়ানো সিমিওনে দেখিয়েছেন তাঁদের দক্ষতা। আলভারেজ মৌসুমজুড়ে দারুণ ছন্দে আছেন। আলামাদা উরুগুয়ের বিপক্ষে করেছিলেন ম্যাচ জেতানো গোল। সে গোলে আবার সহায়তা করেছেন আলভারেজ। সিমিওনেও অসাধারণ খেলেন পুরো মাঠজুড়ে।

ব্রাজিলে দল থেকে এরই মধ্যে ছিটকে গেছেন নিয়মিত গোলরক্ষক আলিসন বেকার। মিড ও রক্ষণে আর্জেন্টিনা বেশ সুদৃঢ়। তবে আক্রমণভাগ বেশ ধারল ব্রাজিল। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্তালে বাংলাদেশ সময় আগামী পরশু সকাল ৬টায় শুরু হবে ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ।

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, অ্যালিক্সেস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিলিয়ানো সিমিওনে, হুলিয়ান আলভারেজ ও থিয়াগো আলমাদা।

ব্রাজিল সম্ভাব্য শুরুর একাদশ: বেন্তো (গোলরক্ষক), ভ্যান্ডারসন, মারকুইনহোস, লিও অর্টিজ, অ্যান্তেনিও আরানা, জোলিন্তন, আন্দ্রে কস্তা, পেদ্রো, রদ্রিগো, রাফিনহা ও ভিনিসিয়াস।

জেসুসের ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে যা বললেন নেইমার

মেসির ভালোর জন্যই এমন কিছু করেননি কোচ

নটিংহাম ফরেস্টের ‘অবিশ্বাস্য’ মৌসুম, কেন...

সমালোচনার কাঠগড়ায় বাংলাদেশ কোচ কাবরেরা

রোনালদোর রেকর্ড ছোঁয়া এমবাপ্পের কাছে ‘বিশেষ অর্জন’

খেলতে নেমে ২ মিনিটেই গোল করলেন মেসি, সবার ওপরে মায়ামি

মেসি-রোনালদোর একসঙ্গে মায়ামিতে খেলা তাহলে হচ্ছে না

মেসির সামনে খেলাটা জোকোভিচের কাছে অনেক সম্মানের, করেছেন জার্সি বিনিময়ও

ইংল্যান্ডে ফিরেই ক্লাবকে শীর্ষে তুললেন হামজা

আনচেলত্তির ‘না’, ব্রাজিলের নতুন কোচ হওয়ার আলোচনায় যিনি