Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

সেমিতে পৌঁছে খুশি রোনালদো

ক্রীড়া ডেস্ক

সেমিতে পৌঁছে খুশি রোনালদো

নকআউট রাউন্ডে কীভাবে পারফর্ম করার মন্ত্র আল-নাসরের ভালোই জানা। আভাকে ৩-১ গোলে হারিয়ে কিংস কাপ অব চ্যাম্পিয়নসের সেমিফাইনালে পৌঁছেছে আল-নাসর। দলের দুর্দান্ত জয়ে অভিনন্দন জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো।

গতকাল মারসুল পার্কে কিংস কাপ অব চ্যাম্পিয়নসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আল নাসর ও আভা। ম্যাচের ১ মিনিটে সামি আল নাজেইয়ের গোলে এগিয়ে যায় আল-নাসর।

২১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন আব্দুল্লাহ আল খাইবারি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে অল্প সময়ে আরও একটি গোল করে এগিয়ে যায় আল-নাসর। ৪৯ মিনিটে মোহাম্মদ মারান করেন তৃতীয় গোল। ৩ গোল হজমের পর ৬৯ মিনিটে গোলের দেখা পায় আভা। দুর্দান্ত জয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর সামাজিকমাধ্যমে আল-নাসরকে অভিনন্দন জানিয়েছেন। পর্তুগিজ তারকা ফুটবলার টুইট করেন, ‘দুর্দান্ত জয়। আমরা সেমিতে পৌঁছে গেছি। ‘

গতকাল রোনালদো অবশ্য পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। গোল তো করতে পারেননি, এমনকি অ্যাসিস্টও করতে পারেননি তিনি। বরং হলুদ কার্ড দেখেছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৮ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে।

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ

দু্ই মেসিকে নিয়ে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের দল ঘোষণা আর্জেন্টিনার

সাক্ষাৎকারের সময়ই ১৩ কোটি টাকা দামের ঘড়ি-জামাকাপড় পরেছিলেন নেইমার

ভারত ম্যাচ নিয়ে মানসিকভাবে ‘প্রস্তুত’ বাংলাদেশ

আর্জেন্টিনা ম্যাচ সামনে রেখে ব্রাজিলের প্রাথমিক দলে নেইমার

তিন ম্যাচে দ্বিতীয় হার দেখলেন রোনালদো

বরফে ঢাকা গ্রিনল্যান্ড যেভাবে ফুটবলের স্বপ্ন বুনছে