নকআউট রাউন্ডে কীভাবে পারফর্ম করার মন্ত্র আল-নাসরের ভালোই জানা। আভাকে ৩-১ গোলে হারিয়ে কিংস কাপ অব চ্যাম্পিয়নসের সেমিফাইনালে পৌঁছেছে আল-নাসর। দলের দুর্দান্ত জয়ে অভিনন্দন জানালেন ক্রিস্টিয়ানো রোনালদো।
গতকাল মারসুল পার্কে কিংস কাপ অব চ্যাম্পিয়নসের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় আল নাসর ও আভা। ম্যাচের ১ মিনিটে সামি আল নাজেইয়ের গোলে এগিয়ে যায় আল-নাসর।
২১ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন আব্দুল্লাহ আল খাইবারি। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে অল্প সময়ে আরও একটি গোল করে এগিয়ে যায় আল-নাসর। ৪৯ মিনিটে মোহাম্মদ মারান করেন তৃতীয় গোল। ৩ গোল হজমের পর ৬৯ মিনিটে গোলের দেখা পায় আভা। দুর্দান্ত জয়ে সেমিফাইনাল নিশ্চিত হওয়ার পর সামাজিকমাধ্যমে আল-নাসরকে অভিনন্দন জানিয়েছেন। পর্তুগিজ তারকা ফুটবলার টুইট করেন, ‘দুর্দান্ত জয়। আমরা সেমিতে পৌঁছে গেছি। ‘
গতকাল রোনালদো অবশ্য পারফরম্যান্সের ছাপ রাখতে পারেননি। গোল তো করতে পারেননি, এমনকি অ্যাসিস্টও করতে পারেননি তিনি। বরং হলুদ কার্ড দেখেছেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। আল নাসরের হয়ে এখন পর্যন্ত ৯ ম্যাচে ৮ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ২ গোলে।