হোম > খেলা > ফুটবল

বায়ার্ন কোচের পারিশ্রমিক ২৫৬ কোটি টাকা

ঢাকা: কোচ কেনার ব্যাপারে বায়ার্ন মিউনিখ একটু যেন ‘কৃপণ’ই! পকেট থেকে টাকা যেন খসাতেই চান না জার্মান ক্লাবের কর্মকর্তারা। এবার তাঁরা কথাটা মিথ্যেই প্রমাণ করেছেন! দলের প্রধান কোচ হিসেবে জুলিয়ান নাগলসম্যানকে আনতে রেকর্ড ২৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় ২৫৬ কোটি টাকা খরচ করেছে বায়ার্ন। বুন্দেস লিগার ইতিহাসে এত টাকায় আগে কখনো কোচ নেয়নি জার্মান জায়ান্টরা।

দুই বছর আগে নাগলসম্যানকে হফেনহাম থেকে ৫ মিলিয়ন ইউরো (বাংলাদেশি ৫১ কোটি) কেনে লাইপজিগ। এ জাদুকরের ছোঁয়ায় যেন বদলাতে শুরু করে লাইপজিগ। তাঁর অধীনে গত বছর চ্যাম্পিয়নস লিগে শেষ চারে খেলেছে লাইপজিগ। এবার লাইপজিগের চেয়েও পাঁচ গুণ বেশি অর্থ খরচ করে দলে নেয় বায়ার্ন। বুন্দেসলিগার ইতিহাসে কোচ কেনার রেকর্ডে যা সর্বোচ্চ।

নাগলসম্যানের অধীনে নতুন মৌসুম শুরুর আগে বেশ উচ্ছ্বসিত বায়ার্ন কর্মকর্তারা। ক্লাব সভাপতি হার্বার্ট হেইনার বলেছেন, ‘নতুন প্রজন্মের জন্য ভালো একজন প্রশিক্ষক হবেন নাগলসম্যান।’ আর বায়ার্নের প্রধান নির্বাহী অলিভার কান বলেছেন, ‘তার অধীনে বায়ার্নের ভবিষ্যৎ ফুটবলে নাগলসম্যান খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ক্লাবটির ক্রীড়া পরিচালক হাসান সালিহামিদজিক বলেছেন, ‘ওর সঙ্গে কথা বলে বুঝলাম তিনি খুব গঠনমূলক পদ্ধতিতে কাজ করেন। আশা করি তার অধীনে আমরা সফল হব।’

নতুন দলের কোচ হতে পেরে খুশি নাগলসম্যান নিজেও। ক্লাব কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেছেন, ‘একা কখনো সফল হওয়া যায় না। দল ছাড়া একজন কোচের কোনো মূল্য নেই। মিউনিখে ভালো খেলোয়াড়, কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি। আশা করি বায়ার্ন মিউনিখের জন্য ভালো কিছু করতে পারব।’

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি