চোটে পড়ায় লিওনেল মেসি খেলতে পারেনি ইন্টার মায়ামির সবশেষ ম্যাচ। মায়ামিও পায়নি জয়। এক ম্যাচ পর মেসি আজ ফিরেছেন। মেজর লিগ সকারে (এমএলএস) ডিসি ইউনাইটেডের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে মায়ামি।
মেসির আজ খেলা নিয়ে শঙ্কা ছিল অনেক বেশি। তবে সব শঙ্কা দূর করে আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার মায়ামির মূল একাদশে ছিলেন। তিনি নিজে গোল করতে না পারলেও তাঁর উপস্থিতি যেন দলকে উজ্জীবিত করেছে। চেজ স্টেডিয়ামে শেষ মুহূর্তের গোলে ডিসি ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে মায়ামি।
ডিসি ইউনাইটেডের চেয়ে মাঠে দাপট মায়ামিরই বেশি ছিল। ৬৭ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর মায়ামি করে ২ শট। বিপরীতে ডিসি ইউনাইটেড বল দখলে রাখে ৩৩ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩টি শট নেয় ডিসি ইউনাইটেড।
১-০ গোলের জয়ে এমএলএসের নতুন মৌসুমে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে মায়ামি। ইস্টার্ন কনফারেন্সে ১৫ ম্যাচে ৯ জয়, ৪ ড্র ও ২ হারে ৩১ পয়েন্ট এখন মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া দলটির। দুইয়ে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩০। দলটি খেলেছে ১৪ ম্যাচ।