নিজস্ব প্রতিবেদক, ঢাকা
হামজা চৌধুরীর সমর্থকদের জন্য খানিকটা দুঃসংবাদও বটে। একে তো তাঁর চোট পাওয়ার খবরে দুশ্চিন্তায় তাঁরা, তার ওপর ফিফা বাড়াল অপেক্ষা।
বাফুফে সূত্রের খবর, ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) পাঠানো ছাড়পত্র পাওয়ার পরও হামজার বাংলাদেশের হয়ে খেলার জন্য অনুমোদন দেয়নি ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তারা বাফুফের কাছে আরও কিছু পেপারস চেয়েছে। আর সেগুলো সংগ্রহ করতে বাফুফেও দৌড়ঝাঁপ শুরু করেছে।
যত দূর জানা গেল, ফিফা আরও যেসব কাগজপত্র চেয়েছে সেগুলোর জন্য হামজার বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে ফুটবল ফেডারেশন। সংশ্লিষ্ট কাগজ হাতে পাওয়ার পর সেগুলো ফিফার কাছে পাঠাবে বাফুফে। এরপর তারা যাচাই বাছাই করে অনুমোদনের চিন্তা ভাবনা করবে। বলা যায় এই প্রক্রিয়াটা ভালোই সময় সাপেক্ষ।
২৭ বছর বয়সী হামজার জন্ম ইংল্যান্ডে হলেও তাঁর মা বাংলাদেশি। মায়ের বাড়ি ছিল সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায়। মায়ের সঙ্গে তিনি বাংলাদেশে এসেছেন কয়েকবার, সিলেটেও ঘুরে গেছেন। মায়ের সূত্র ধরেই লাল-সবুজ জার্সি গায়ে চড়ানোর ইচ্ছা হামজার। এখন দেখার বিষয় কবে তাঁর সেই চাওয়া পূরণ হয়।