হোম > খেলা > ফুটবল

গার্দিওলার ৩০ বছরের সংসার তাহলে ভেঙেই গেল

ক্রীড়া ডেস্ক    

পেপ গার্দিওলা ও ক্রিস্টিনা সেরার সংসার ভাঙার কথা শোনা যাচ্ছে এখন। ছবি: এএফপি

বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন পেপ গার্দিওলা। প্রিমিয়ার লিগ, উয়েফা চ্যাম্পিয়নস লিগ—সব জায়গাতেই তাঁর ম্যানচেস্টার সিটি জেতার চেয়ে ম্যাচ হারছে বেশি। এমন সময়ে তাঁর ৩০ বছরের সংসার ভাঙার খবর চাউর হয়েছে।

স্পেনের ‘এল পিরিওডিকো’ সংবাদপত্র গার্দিওলার দীর্ঘদিনের সংসার ভাঙা নিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে। স্প্যানিশ সংবাদমাধ্যমটি জানিয়েছে, গার্দিওলা ও ক্রিস্টিনা সেরা ৩০ বছর একসঙ্গে থাকার পর আলাদা হয়ে গেছেন। দুই জনই তাঁদের ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারকে জানিয়েছে বলে এল পিরিওডিকোর খবর। কোন কারণে আলাদা হওয়ার সিদ্ধান্ত, তা এখনো জানা যায়নি। গার্দিওলা-ক্রিস্টিনা জুটি তিন সন্তানের সঙ্গে বড়দিনও উদযাপন করেছেন।

ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে ১৯৯৪ সাল থেকে পথচলা শুরু গার্দিওলার। পরবর্তীতে ২০১৪ সালে বার্সেলোনায় তাঁরা আনুষ্ঠানিকভাবে বিয়ে করেছেন। গার্দিওলা-ক্রিস্টিনা জুটি তিন সন্তানের বাবা-মা। তিন সন্তানের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪ বছর। ২২ বছর বয়স ছেলে মারিয়াসের। ১৭ বছর বয়সী মেয়ে ভ্যালেন্তিনা পরিবারের সর্বকনিষ্ঠ সন্তান।

ইংল্যান্ডের সংবাদমাধ্যম ‘দ্য সানডে মিরর’-এর বরাতে জানা গেছে, ছোট মেয়ে ভ্যালেন্তিনাকে নিয়ে ২০১৯ সালে ম্যানচেস্টার ছাড়েন ক্রিস্টিনা। তখন পারিবারিক ফ্যাশন কোম্পানিকে সাহায্য করতে ৫ বছর আগে বার্সেলোনায় ক্রিস্টিনা গিয়েছিলেন। তবে ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্বে থাকা গার্দিওলা ম্যানচেস্টারেই থেকে গেছেন। ২০১৬ থেকে ম্যান সিটির কোচের কাজ করছেন তিনি। তাঁর অধীনে সিটি ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ছয়বার। একমাত্র চ্যাম্পিয়নস লিগ ২০২২-২৩ মৌসুমে সিটি জিতেছে গার্দিওলার অধীনে। প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ, এফ এ কাপ—২০২২-২৩ মৌসুমে ট্রেবল জেতে সিটি।

একই দেশে না থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে গার্দিওলা ও ক্রিস্টিনাকে। ছুটি কাটাতে বার্সেলোনাতেও যেতেন গার্দিওলা। তবে সেসব এখন অতীত। এখন গার্দিওলা-ক্রিস্টিনা জুটির বিচ্ছেদের সুর শোনা যাচ্ছে।

সিলেটে রোমাঞ্চিত হামজা বললেন, ‘ইনশা আল্লাহ আমরা উইন খরমু’

বার্সার রূপকথার রাতটা আর্জেন্টাইনদের

যাঁকে নিয়ে তুমুল আগ্রহ, সেই হামজা এখন বাংলাদেশে

হামজাকে বরণ করতে বিমানবন্দরে ভক্তদের ভিড়

স্বপ্নকে সঙ্গী করে হামজা আসছেন আজ

ইংল্যান্ডের যে লিগ ম্যাচে চোখ ছিল বাংলাদেশেরও

ফুটবলার হামজাকে বরণ করতে কী কী আয়োজন হচ্ছে হবিগঞ্জে

গোল হজম না করে বাংলাদেশকে হারাতে চায় ভারত

হামজা-জামালদের জার্সিতে কী কী ফুটিয়ে তুলেছে বাফুফে

বদলে গেল পেলে-ম্যারাডোনার স্মৃতিবিজড়িত স্টেডিয়ামের নাম