Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি

ক্রীড়া ডেস্ক

ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি

প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতল চেলসি। গতরাতে আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে ইংলিশ ক্লাবটি। ২০১২ সালে ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসের কাছে হেরে স্বপ্ন ভঙ্গ হয়েছিল চেলসির। তবে এবার আর সেটা হতে দেয়নি থমাস টুখেলের দল। 

প্রথমার্ধে তেমন সুযোগ তৈরি করতে পারেনি কোনো দল। গোলশূন্য ড্রতে শেষ করে দুই দল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় চেলসি। ম্যাচের তখন ৫৫ মিনিটের খেলা চলছে। বাঁ দিক থেকে হাডসন উদোর ক্রসে বক্সের ভেতরে খানিকটা লাফিয়ে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন রোমেলু লুকাকু। সমতায় ফিরতে সময় নেয়নি পালমেইরাস। 

ম্যাচের ৬৪ মিনিটের সময় পালমেইরাসের হয়ে গোল করেন রাফায়েল ভেইগা। চেলসির ডি বক্সে থিয়াগো সিলভার হাতে বল লাগলে ভিএআর-এর মাধ্যমে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। স্পট কিক থেকে গোল করে গোল করতে পালমেইরাসকে সমতায় ফেরান ভেইগা। 

নির্ধারিত নব্বই মিনিট গোল শূন্য ড্রয়ে শেষ হলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চেলসির শিরোপা নিশ্চিত করেন কাই হ্যাভার্টজ। পালমেইরাসের ডি বক্সে লুয়ানের হাতে বল লাগলে ভিএআর-এর মাধ্যমে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। হাতে বল লাগায় হলুদ কার্ড দেখেন লুয়ান। ম্যাচের শেষ মুহূর্তে দশ জনের দলে পরিণত হয় পালমেইরাস। দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লুয়ান। 

বাফুফেকে সুখবর দিল ফিফা

২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানো নিয়ে কী ভাবছে ফিফা

ম্যারাডোনার চিকিৎসায় অবহেলার বিচারকার্য আবার শুরু হচ্ছে

কাতার বিশ্বকাপের দ্বিগুণেরও বেশি ক্লাব ওয়ার্ল্ড কাপের প্রাইজমানি

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা