হোম > খেলা > ফুটবল

কোচের কাজে নাক গলাবেন না সালাউদ্দিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দল নির্বাচনে কোচ হাভিয়ের কাবরেরার সিদ্ধান্তই চূড়ান্ত। জানিয়ে দিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বললেন, সাফের দল চূড়ান্ত করার ক্ষেত্রে তিনি হস্তক্ষেপ করবেন না। 

২১ জুন ভারতের বেঙ্গালুরুতে শুরু হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বসুন্ধরা কিংস অ্যারেনায় জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছে আজ। প্রথম দিন ক্যাম্প পরিদর্শনে এসেছিলেন বাফুফে সভাপতি। খেলোয়াড়দের উৎসাহ দিতেই মূলত তাঁর ক্যাম্প পরিদর্শনে আসা। ক্যাম্প পরিদর্শন শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথাও বলেছেন সালাউদ্দিন। সেখানেই বলেছেন, ‘দল চূড়ান্ত করার ক্ষেত্রে আমি নাক গলাব না। এটা করা আমার কাজও নয়। আমার জ্ঞান কম না বেশি, সেটা বিষয় নয়। কোচ এই দলের প্রধান, তিনিই সিদ্ধান্ত নেবেন। আমি কখনই নাক গলাব না। আমি হয়তো আলোচনা করব, পরোক্ষভাবে কিছু বলব, কিন্তু সরাসরি হস্তক্ষেপ করব না।’ 

ক্যাম্পে এসে দলের কাছে একটা চাওয়ার কথাও জানিয়েছেন সালাউদ্দিন। আর সেটা, অনমনীয় মানসিকতা, হারের আগেই হেরে না যাওয়া। বাফুফে সভাপতির ভাষায়, ‘তোমরা খেলার আগে ম্যাচ হেরে যেও না। ৯০ মিনিট শেষে ম্যাচের রেজাল্ট হবে। জিতবে অথবা হারবে। তোমরা মাঠে যাবে এই মনোভাব নিয়ে যে প্রতিপক্ষের মতোই তোমরাও ভালো।’ দলের মানসিকতায় ইতিবাচক একটা পরিবর্তন দেখতে পাওয়ার কথা জানিয়ে বাফুফে সভাপতি আরও বলে গেলেন, ‘কিছুদিন ধরে আমি দেখছি, ছেলেদের মনোভাব খুবই শক্তিশালী এবং তাদের মানসিকতাতেই জয়ের আকাঙ্ক্ষা। আমি বলতে এসেছি, জেতার মতো দল তোমাদের আছে, কিন্তু ম্যাচের আগেই যদি তুমি হেরে যাও, তাহলে সমস্যা।’ 

এই মানসিকতা ধরে রেখে নিজেদের উজাড় করে খেলবে দল—এটাই চাওয়া সালাউদ্দিনের, ‘আমার পর্যবেক্ষণ বলছে, এবার ছেলেরা খুবই ভালো করবে। আন্তরিকভাবে আমি এটা বিশ্বাস করি। কেননা, কিছু খেলোয়াড়ের লিগের পারফরম্যান্স আমি দেখেছি, যেটা ছিল অনেক আলাদা মানের। আগের থেকে দুই-চারজন খেলোয়াড়ের অনেক উন্নতি হয়েছে। কিছু নতুন খেলোয়াড়ও আছে, আপনারা আবাহনী, মোহামেডান, বসুন্ধরার শেষ চার-পাঁচটা ম্যাচ দেখেছেন, সেখানে কিছু খেলোয়াড় দারুণ পারফরম করেছে। যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে আমাদের ফল পাওয়ার সম্ভাবনা আছে।’

পারেননি রোনালদো, হোঁচট খেল দলও

ব্যালন ডি’অর জয়ী ফুটবলারের মৃত্যু

‘মেসি আমাকে বলেছিলেন, তোমাকে বিশ্বসেরা হতে সহায়তা করব’

মোহামেডানের আট, চট্টগ্রাম আবাহনীর প্রথম

নতুন চুক্তিতে হালান্ড পাচ্ছেন প্রায় ৪ হাজার কোটি টাকা

পথ হারানো রিয়ালের জয়ের রহস্য জানালেন ব্রাজিলের ফুটবলার

কাবরেরা-বাটলারকে রেখে দিল বাফুফে

মেসিদের লিগে নেইমারকে নিয়ে এত টানাটানি

হামজার সঙ্গে ইংল্যান্ডে বাফুফে সভাপতির ডিনার

‘মেসির সঙ্গে ইয়ামালের তুলনা করাটা বোকামি’

সেকশন