Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

মেসিদের লিগের চেয়ে সৌদি লিগই সেরা রোনালদোর কাছে

ক্রীড়া ডেস্ক

মেসিদের লিগের চেয়ে সৌদি লিগই সেরা রোনালদোর কাছে

তারকা খেলোয়াড় থাকলে তুলনামূলক কম পরিচিত টুর্নামেন্টও জনপ্রিয় হতে তেমন একটা সময় লাগে না। ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসিকে দেখলেই তা বোঝা যায়। খুব অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তা বাড়তে থাকে সৌদি প্রো লিগ ও মেজর লিগ সকারের (এমএলএস)। তবে রোনালদো এগিয়ে রাখছেন সৌদি লিগকেই। 

২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ ২ দশকের সম্পর্ক শেষে মেসি চলে গিয়েছিলেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। অন্যদিকে ২০০৯ থেকে ২০১৮ পর্যন্ত রিয়াল মাদ্রিদে ছিলেন রোনালদো। এল ক্লাসিকোতে মেসি-রোনালদোর দ্বৈরথ শেষ হয়ে যায় ২০১৮ তেই। এরপর রোনালদো তিন মৌসুম জুভেন্টাসে খেলার পর ২০২১ সালে ফেরেন ম্যানচেস্টার ইউনাইটেডে। পুরোনো ক্লাবে এক মৌসুম খেলার পর এ বছর থেকে তিনি খেলছেন আল নাসরে। আল নাসরেও সেই পুরনো দ্বৈরথ হওয়ার একটা সম্ভাবনা ছিল। পিএসজির সঙ্গে যখন মেসির সম্পর্কের তিক্ততা যখন প্রকাশ্যে আসে, তখন আল হিলাল মোটা অঙ্কের প্রস্তাব দিয়েছিল। তবে আর্জেন্টিনার তারকা ফুটবলার তা প্রত্যাখ্যান করে চলে গেছেন এমএলএসের ইন্টার মিয়ামিতে। 

মেসির সঙ্গে ২০২৫ পর্যন্ত চুক্তি করেছে মিয়ামি। পরশু ‘দ্য আনভেইলিং’ অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেওয়া হয় আর্জেন্টিনার এই বিশ্বজয়ী ফুটবলারকে। মেসির মতো সার্জিও বুসকেতসকেও ২০২৫ পর্যন্ত চুক্তি করেছে যুক্তরাষ্ট্রের এই ক্লাব। নতুন করে এল ক্লাসিকোর মতো দ্বৈরথ আবারও হওয়া সম্ভব কি না, তা জানতে চাওয়া হয়েছিল রোনালদোর কাছে। পর্তুগিজ তারকা ফুটবলার তা না করে দিয়েছেন। তিনি বরং সৌদি আরবের লিগকেই এগিয়ে রাখছেন। রোনালদোর পাশাপাশি করিম বেনজেমা, এনগোলো কান্তে, রবার্তো ফিরমিনোর মতো তারকারা এরই মধ্যে চলে গেছেন সৌদিতে। ইএসপিএনকে পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড বলেন, ‘এমএলএসের চেয়ে সৌদি লিগ অনেক ভালো। সৌদি লিগে যাওয়ার উপায় আমিই দেখিয়েছি আর এখন অনেকেই এই লিগে আসছে। এক বছরে আরও সেরা খেলোয়াড় সৌদিতে আসবে। তুর্কি লিগ, ডাচ লিগকে এক বছরের মধ্যেই ছাড়িয়ে যাবে সৌদি লিগ।’ 

স্পোর্টিং সিপি, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস-ইউরোপিয়ান চার ক্লাবে খেলে রোনালদো খেলতে গেছেন মধ্যপ্রাচ্যে। ইউরোপে ফেরার সম্ভাবনার কথা উঠলে তিনি বলেন, ‘শতভাগ নিশ্চিত যে ইউরোপীয় কোনো ক্লাবে ফিরছি না। আমার বয়স ৩৮ বছর ও ইউরোপীয় ফুটবলের মান অনেক নেমে গেছে।’

বাংলাদেশের বিপক্ষে খেলতে অবসর ভেঙে ফিরলেন ভারতীয় তারকা

নেইমারকে নিয়েই ব্রাজিলের দল ঘোষণা

আমিরাতের কাছে হেরে র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবনতি

লিভারপুল-পিএসজি ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের কাহিনি কী

জেতা ম্যাচে রিয়াল দেখল আর্জেন্টাইন আতঙ্ক

পিএসজিকে রুখতে প্রস্তুত সালহরা

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

রিয়ালকে হারানোর সুযোগ দেখছেন সিমিওনে

আরব আমিরাত থেকে ফিরেই লম্বা ছুটিতে আফঈদারা

কোন ভয়ে রোনালদো খেলছেন না আজ