হোম > খেলা > ফুটবল

সান্তোসে ফেরার কথা স্বীকার করলেন নেইমারও

ক্রীড়া ডেস্ক    

সান্তোসে ফেরার কথা নেইমারও স্বীকার করেছেন। ছবি: এএফপি

বলতে গেলে সান্তোসে এক পা দিয়েই রেখেছেন নেইমার। গত কদিন ধরে নেইমারের সান্তোসে ফেরা নিয়ে চর্চা হচ্ছে বেশি। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেও সেটা স্বীকার করেছেন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাটাই তো বাকি।

সান্তোসে অতীতের বিভিন্ন মুহূর্ত নিয়ে নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি ভিডিও গত রাতে পোস্ট করেছেন নেইমার। ক্যাপশনে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লিখেছেন, ‘হেলো বন্ধুরা, আমার মনে হচ্ছে ঘরে ফিরছি আমি। এখানে আমার বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে আছি। তারা আমাকে কিছু জিনিস লিখতে সাহায্য করেছেন। সান্তোস ক্লাবের চুক্তিপত্রে স্বাক্ষর করব। ক্লাব ও তাদের সমর্থকদের প্রতি কখনোই আমার ভালোবাসা পাল্টায়নি।’

🤍🖤 🇧🇷 pic.twitter.com/iuZZ2ggE1J

— Neymar Jr (@neymarjr) January 30, 2025
An error occurred while retrieving the Tweet. It might have been deleted.

ব্রাজিলের প্রয়াত কিংবদন্তি পেলে খেলেছেন সান্তোসের হয়ে। এই ক্লাব দিয়েই ২০০৯ সালে ক্লাব ক্যারিয়ারের শুরু হয় নেইমারের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খেলেছিলেন ২০১৩ পর্যন্ত। এক যুগ পেরিয়ে গেলেও নেইমারের কাছে সেটা মনে হচ্ছে সেদিনের ঘটনা। ৩২ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন,‘বিশ্বের সবচেয়ে বিখ্যাত ক্লাব ছাড়ার ১২ বছর হয়ে গেছে। মনে হচ্ছে এটা যেন গতকাল হয়েছে।’ নেইমারের পোস্টে উত্তর এসেছে সান্তোসের সামাজিক মাধ্যম থেকেও। ক্লাবটি লিখেছে, ‘তোমার অপেক্ষায় তোমার ঘর। তোমার অপেক্ষায় তোমার মানুষেরা।’

সৌদি আরবের রিয়াদ থেকে চার্টার্ড ফ্লাইটে ব্রাজিলের স্থানীয় সময় আজ সকাল ৯টায় সাও পাওলোর গুয়ারুলহো আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হতে যাচ্ছেন নেইমার। বার্তা সংস্থা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) সান্তোসের এক কর্মকর্তা জানিয়েছেন। হেলিকপ্টারে করে সেখান থেকে সরাসরি চলে যাবেন ক্লাবের ভিয়া বেলমিরো স্টেডিয়ামে। পরিবারের লোকজন ও সান্তোসের বোর্ডের সামনে চুক্তিপত্রে স্বাক্ষরের পর স্থানীয় সময় বিকেলে নেইমারকে

ভক্ত-সমর্থকদের সামনে পুনরায় পরিচয় করিয়ে দেওয়া হবে। ইএসপিএনকে সূত্র জানিয়েছে ৫ ফেব্রুয়ারি বোতাফোগো এসপির বিপক্ষে খেলতে যাচ্ছেন নেইমার।

নেইমারের সান্তোসে ফেরা নিয়ে গুঞ্জনের পালে হাওয়া লাগে এ সপ্তাহ থেকেই। ২৭ জানুয়ারি আল হিলাল আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে চুক্তি বাতিলের কথা জানায়। তারপর সান্তোস ক্লাবের সভাপতি মার্সেলো পিরিলো তেক্সেইরা ইনস্টাগ্রামে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন নেইমারকে নিয়ে। শেষ পর্যন্ত ঘরের ছেলে ঘরে ফেরার আনুষ্ঠানিক ঘোষণাটাই বাকি থাকল।

২০২৩ সালে পিএসজি ছেড়ে নেইমার আল হিলালে যান দুই বছরের চুক্তিতে। বার্ষিক ১০ কোটি ৪০ লাখ ডলারের চুক্তি করা হয়। বাংলাদেশি মুদ্রায় সেটা ১২৭৭ কোটি ২৭ লাখ টাকা। তবে সৌদি ক্লাবে যাওয়ার পরই বারবার চোটে আক্রান্ত হয়েছেন তিনি। পাশাপাশি অন্যান্য কারণে সব মিলে আল হিলালে মাত্র সাতটি ম্যাচই খেলতে পেরেছেন তিনি। চোট কাটিয়ে গত বছরের অক্টোবর-নভেম্বরে আবার ফিরেছিলেন আল হিলালে। তবে সৌদি ক্লাবটির হয়ে সেই সময় দুই ম্যাচ খেলতে পেরেছিলেন। মাঠে নেমেছিলেন অল্প সময়ের জন্য।

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা