নেপালের কাঠমান্ডুতে সাফ জেতার পর এবার র্যাঙ্কিংয়ে বড় সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল। এক লাফে ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে বর্তমানে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ ১৩২ নম্বরে অবস্থান করছে।
নারী ফুটবলের হালনাগাদ করা নতুন র্যাঙ্কিং আজ প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। যেখানে বাংলাদেশের রেটিং পয়েন্ট ১০৯৭.৫৫।
এর আগে ফিফা র্যাঙ্কিংয়ে ১৩৯ নম্বরে ছিল বাংলাদেশ। ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। গত ৩০ অক্টোবর শেষ হওয়া সাফেও একই প্রতিপক্ষকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতে তাঁরা।
র্যাঙ্কিংয়ের সেরা দশে থাকা বাকি দলগুলোর মধ্যে এক থেকে পাঁচে অবস্থান করছে যুক্তরাষ্ট্র, স্পেন, জার্মানি, ইংল্যান্ড ও সুইডেন। আর ছয় থেকে দশে আছে কানাডা, ব্রাজিল (এক ধাপ উন্নতি), জাপান (এক ধাপ অবনতি), উত্তর কোরিয়া ও নেদারল্যান্ডস (এক ধাপ উন্নতি)।