Ajker Patrika
হোম > খেলা > ফুটবল

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা

ক্রীড়া ডেস্ক    

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেলেন সাবেক ব্রাজিলিয়ান তারকা
ধর্ষণের মামলা থেকে মুক্তি পেলেন আলভেস। ফাইল ছবি

ধর্ষণের অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ব্রাজিল ও বার্সেলোনার সাবেক ফুটবলার দানি আলভেস। এর আগে এই মামলায় গত বছররের ফেব্রুয়ারিতে তাঁকে সাড়ে চার বছরের জেল দিয়েছিলেন বার্সেলোনার আদালত। যদিও সেই বছরের মার্চেই জামিনে মুক্তি দেওয়া হয় সাবেক এ ডিফেন্ডারকে। কিন্তু পুরোপুরি খালাস পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে আপিলের রায় পর্যন্ত।

তিন নারী ও একজন পুরুষ বিচারকের সমন্বয়ে গঠিত কাতালুনিয়ার উচ্চ আদালতের অপরাধ বিভাগ জানায়, অভিযোগকারী নারী যে সাক্ষ্য দিয়েছেন, তা সাজা দেওয়ার জন্য যথেষ্ট নয়। তাই আলভেসকে আজ নির্দোষ ঘোষণা করেন আদালত।

আলভেসের বিরুদ্ধে সেই তরুণী অভিযোগটি আনেন ২০২২ সালের ডিসেম্বরে। বার্সেলোনার সাটন নাইট ক্লাবের বাথরুমে আলভেস তাঁকে ধর্ষণ করেন বলে দাবি করেন তিনি। তাঁর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তিন সপ্তাহ পর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে আটক করে পুলিশ। যৌন সম্পর্কের কথা স্বীকার করলেও তা সম্মতির ভিত্তিতেই হয়েছিল বলে জানান আলভেস। কিন্তু প্রমাণ সাপেক্ষে তাঁকে সাড়ে চার বছরের সাজা দেন বার্সেলোনার আদালত।

তিনদিনের বিচারকার্যে আলভেস নিজেকে নির্দোষ বলেই দাবি করেন। এক বছরের বেশি সময় ধরে জেলে থাকার পর ১ মিলিয়ন ইউরো বন্ডের মাধ্যমে জামিন পান তিনি।  

২২ বছরের ফুটবল ক্যারিয়ারে ৪৩ শিরোপা জিতেছেন আলভেস। তাঁর সময়ের অন্যতম সেরা রাইটব্যাক তিনি। বিশেষ করে বার্সেলোনায় লিওনেল মেসির সঙ্গে দারুণ এক রসায়ন জমিয়ে তোলেন এ ডিফেন্ডার। ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত লম্বা সময় কাটিয়েছেন ব্লাউগ্রানা জার্সিতে। এরপর ২০২১ সালে কেবল ছয় মাসের জন্য আবারও পুরনো ক্লাবটিতে নাম লেখান এই ডিফেন্ডার। আন্তর্জাতিক ফুটবলে ব্রাজিলের হয়ে ১২৬টি ম্যাচ খেলেছেন তিনি। সবশেষ খেলেছেন ২০২২ কাতার বিশ্বকাপে। সেই টুর্নামেন্ট শেষ হওয়ার মাসখানেকের মধ্যেই ধর্ষণকাণ্ডে জড়িয়ে পড়েন আলভেস।

ফুটবলের মতো সব খেলাতেই যোগ্য প্রবাসী খেলোয়াড় অন্তর্ভুক্তির নির্দেশ সরকারের

চ্যাম্পিয়নস লিগে অতীতই যখন রিয়ালের অনুপ্রেরণা

আর্সেনালের বিপক্ষে আজ ঘুরে দাঁড়াতে পারবে তো রিয়াল

এখনই চ্যাম্পিয়নস লিগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে বার্সেলোনা

এএফসি থেকে বাড়তি ৩০ কোটি টাকা পাচ্ছে বাফুফে

ইনজাঘির ‘ইন্টার’—পাস করা সহজ নয়

অতিরিক্ত সময়ের গোলে ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা

ক্লাব বিশ্বকাপেই অন্যরকম এক চমক দেখাচ্ছে ফিফা

নেইমারের ফেরার দুই মাস পরই কোচ বরখাস্ত, কাঁদছেন নেইমারও

বারবার প্রতিপক্ষের রক্ষণদুর্গে কাঁপিয়ে ব্যর্থ মেসিকে নিয়ে কী বললেন কোচ