হোম > খেলা > ফুটবল

সৌদি আরবে সুদানের বিপক্ষে খেলবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সৌদি আরবে যাওয়ার আগে আজ ঢাকায় শেষবারের মতো অনুশীলন করেন জামালরা। ছবি: বাফুফে

ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।

সৌদিতে ১৩ দিনের ক্যাম্পে শুধু অনুশীলনেই নিজেদের ব্যস্ত রাখবেন না জামাল ভূঁইয়ারা। প্রস্তুতি ম্যাচ খেলবেন তিনটি। এর মধ্যে একটি সুদানের বিপক্ষে। আফ্রিকান দেশটি বিশ্বকাপ বাছাইপর্বে এখনো নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আফ্রিকান অঞ্চলের বাছাইপর্বে ‘বি’ গ্রুপে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ১৭ মার্চ বাছাইপর্বের ম্যাচে তাদের প্রতিপক্ষ সেনেগাল।

বাংলাদেশের মতো সুদান ক্যাম্পের জন্য বেছে নিয়েছে সৌদি আরবকে। কাবরেরা বলেন, ‘আমরা ৮ মার্চ সুদানের বিপক্ষে খেলব। এছাড়া আরও দুটি ম্যাচ আছে। এর মধ্যে একটি সৌদি আরবের দ্বিতীয় স্তরের ক্লাব আল তাই এফসি ও আরেকটি মক্কার এক ক্লাবের সঙ্গে।’

প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কোচ আরও বলেন, ‘উন্নতি নিয়ে আমরা খুবই ইতিবাচক। মানসিক অবস্থা ভালো। গুরুত্বপূর্ণ কিছু অর্জনের জন্য দল আত্মবিশ্বাসী। সবকিছুই ভালো যাচ্ছে। খুবই কঠিন এক কাজ (একাদশ বাছাই করা)। প্রথমে আমাদের সাতজনকে বাদ দিতে হবে, যা খুবই কঠিন। কারণ মাঠে সবাই ভালো পর্যায়ে আছে, এমনকি মাঠের বাইরেও বেশ মনোযোগী। সবাই দলে থাকতে চায়।’

ক্যাম্প শেষে ১৭ মার্চ দেশে ফিরবে বাংলাদেশ দল। আগামী ২৫ মার্চ শিলংয়ে ভারতের মুখোমুখি হবে তারা। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ ক্লাব শেফিল্ড শিল্ডে খেলা হামজা চৌধুরীর।

রোনালদোকে ছুঁয়ে সিউ উদ্‌যাপন করে কী বললেন এমবাপ্পে

ফুটবলে বিনিয়োগে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন

পুলিশের ধাক্কায় থামল কিংস

অনুশীলনে ক্রিকেট খেললেন হামজা চৌধুরী

‘অবিশ্বাস্য’, পেনাল্টি ঠেকিয়ে হাত ভাঙা গোলরক্ষক প্রসঙ্গে পিএসজি কোচ

ভারত ম্যাচে দেরি করায় বাফুফেকে দেড় লাখ টাকা জরিমানা

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন