সালাহ একেবারেই বিধ্বস্ত

ক্রীড়া ডেস্ক

প্রকাশ : ২৬ মে ২০২৩, ১০: ৫১

ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষের দিকে এসে দুর্দান্ত খেলে লিভারপুল। দুর্দান্ত খেললেও সেরা চারে থাকা সুতোয় ঝুলছিল ক্লাবটির। গতকাল সেই সম্ভাবনাও শেষ হয়ে যায়। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে না পারার হতাশায় ভেঙে পড়ছেন মোহাম্মদ সালাহ। 

ম্যানচেস্টার ইউনাইটেডের জয়েই মূলত শেষ চারের আশা শেষ হয়ে যায় লিভারপুলের। ওল্ড ট্রাফোর্ডে গতকাল পুরোপুরি চেলসিকে ৪-১ গোলে বিধ্বস্ত করে ইউনাইটেড। তাতে ৩৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে তিনে উঠে আসে রেড ডেভিলরা। সমান ম্যাচ খেলে ৭০ পয়েন্ট নিয়ে চারে নিউক্যাসল। আর ৩৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে লিভারপুল। অলরেডরা তাদের শেষ ম্যাচ জিতলে হবে ৬৯ পয়েন্ট। ২০২৩-২৪ মৌসুমে তাই চ্যাম্পিয়নস লিগে উঠতে ব্যর্থ হয়েছে লিভারপুল। ক্লাবটির সেরা চারে না উঠতে পারার হতাশা নিয়ে সালাহ টুইট করেন,‘আমি পুরোপুরি বিধ্বস্ত। এখানে অজুহাত দেওয়ার কিছু নেই। আমরা পরের মৌসুমে চ্যাম্পিয়নস লিগে যাওয়ার সম্ভাব্য সব চেষ্টাই করেছি। তবে আমরা ব্যর্থ।’ 

লিভারপুল চ্যাম্পিয়নস লিগে উঠতে না পারলেও চলতি মৌসুমে দারুণ খেলেছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলে ৫০ ম্যাচে করেছেন ৩০ গোল এবং অ্যাসিস্ট করেছেন ১৫ গোলে। প্রিমিয়ার লিগে ১৯ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় আছেন ৪ নম্বরে।

লাল কার্ড হজমের পর ভিনির রহস্যময় পোস্ট

কিংসের বড় জয়ের দিনে আবাহনীর হোঁচট

ব্যালন ডি’অর নিয়ে রোনালদোকে ধুয়ে দিলেন রদ্রি

শর্ত ভাঙলেই এম এ আজিজ স্টেডিয়ামের লিজ বাতিল